Sunday, November 16, 2025

বৈভবকে আগলে রাখতে আসরে দ্রাবিড়

Date:

Share post:

মাত্র ১৪ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী (Vibhav Suryavanshi)। ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিডের তকমাও পড়ে গিয়েছে তাঁর গায়ে। সেই কিশোর ক্রিকেটারকে বাঁচাতেই এবার ময়দানে খোদ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিরাট পারফরম্যান্সের পরই যে ক্রীড়াবিদদের কাছে বহু লোভনীয় প্রস্তাব আসতে থাকে তা বলার অপেক্ষা রাখে না। বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi) সেই আওতার বাইরে নয়। আর সেই বিজ্ঞাপনের লোভনীয় প্রস্তাবে পা দিয়েই বহু প্রতিভা হারিয়ে গিয়েছে। সূর্যের সঙ্গে যাতে তেমনটা না হয় সেই কাজই শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তাঁর রোল মডেল শুভমন গিল। আর ভাগ্যবশত দুজনই এখন ইংল্যান্ডে। অনুর্ধ্ব-১৯ দলের হয়ে শেষ ম্যাচে অবশেষে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে সেই কাঙ্খিত সেঞ্চুরির ছবি। সেখানেও রেকর্ড করেছেন তিনি। ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন এই কিশোর ক্রিকেটার। গোটা ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। সেই পারফরম্যান্সেরই প্রশংসা করতে গিয়ে রবি শাস্ত্রী একটা বিরাট ব্যপার সকলের সামনে নিয়ে আসেন।

শাস্ত্রীর কথা থেকেই জানা যায় যে এই মুহূর্তে ছোট্ট বৈভবের কাছে নাকি একের পর এক লোভনীয় প্রস্তাব রয়েছে। আর সেখান থেকেই তাঁকে আগলে রাখছেন রাহুল দ্রাবিড়। শাস্ত্রী বলছিলেন, গতকাল এই বক্সের বাইরে আমি কুমার সঙ্গাকারার সঙ্গে কথা বলছিলাম। তখনই তিনি বলছিল যে বৈভবের কাছে নাকি ইতিমধ্যেই একের পর এক লোভনীয় প্রস্তাবের ঢল নেমেছে। সেটাই কেমনভাবে সামাল দেওয়া যায় সেটাই সবচেয়ে জরুরী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সেখানে রাহুল দ্রাবিড় রয়েছেন। তিনি এজন কোচ হওয়ার পাশাপাশি তাঁর মেন্টরও। তিনিই তাঁকে মাটির সঙ্গে থাকতে সাহায্য করবেন। কী অসাধারণ একটা প্রতিভা।

আইপিএলের নিলামেই এবার সারা ফেলেছিল বৈভব সূর্যবংশী। তখনও ১৪ বছর সম্পূর্ণ করেনি বৈভব। সেই সময়ই আইপিএলে তিনি। এরপর যখন আইপিএলে নামেন সেই সময় অবশ্য তাঁর ১৪ বছর বয়স হয়ে গিয়েছিল। আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন। এরপর ভারতীয় দলের জার্সিতেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন।

সেই সময় থেকেই তাঁর কাছে যে লোভনীয় নানান প্রস্তাব আসতে শুরু করেছে তা এবার সকলার সামনে। আর সেই সবের সামনেই এখন ঢাল হয়ে মাঠে নেমে পড়েছেন রাহুল দ্রাবিড়। এর আগেও আমরা দেখেছি পৃথ্বী শয়ের মতো ক্রিকেটাররা হারিয়ে গিয়েছেন। এই প্রতিভা যাতে হারিয়ে না যায় সেদিকেই এখন নজর ক্রিকেটার তৈরির কারিগড় রাহুল দ্রাবিড়ের।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...