আঁকাবাঁকা পাহাড়ি পথ, চড়াই-উতরাই-এ ভরা। চার চাকার গাড়ি নিয়ে খাড়া রাস্তায় উঠতে বেগ পেতে হয় চালকদের। সেখানে তরতরিয়ে উঠছে টোটো (Toto)! অবাক করা দৃশ্য কার্শিয়ং-এর রংটং-এর কাছে পাহাড়ি রাস্তায় (Hill Road)।

শহর থেকে গ্রামে সমতলের রাস্তায় এখন পরিচিত যান ব্যাটারিচালিত টোটো (Toto)। সময়-অসময়ে এই যানই ভরসা যাত্রীদের। সেই টোটো বুক চিতিয়ে ছুটে চলেছে চড়াই-উতরাই পথে। এই দৃশ্য কার্শিয়ং-এর রংটং-এর কাছে পাহাড়ি রাস্তার। সেখানে পাহাড়ি রাস্তায় এবার দুরন্ত গতিতে ছুটে চলেছে ব্যাটারি চালিত টোটো। যে রাস্তায় জিপ বা বড় গাড়ি চলতে রীতি মতো হাত কাপে দক্ষ গাড়ি চালকদের সেই রাস্তাতেই মসৃণভাবে চলছে টোটো। মাঝে পড়েছে টয় ট্রেনের রেললাইনও।

এই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পথচারীরা। কেউ ভিডিও তুলেছেন, কেউ ছবি। আর সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়। টোটো চালকের এই কীর্তি দেখে কেউ ঠাট্টা করছেন, “এই টোটোচালককে নোবেল দেওয়া উচিত!” আবার কেউ কেউ চিন্তায় পড়েছেন, বলছেন পাহাড়ি পথে টোটো এই সাহসী চালক কে? আবার অনেকেই বলছেন অতিরিক্ত গাড়ি ভাড়া দেখে পাহাড় যেতে এখন টোটোই ভরসা।
আরও খবর: রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত মুখ্যমন্ত্রীর: জন্মদিবসে জ্যোতি বসুকে শ্রদ্ধা

–

–

–

–

–

–

–

–
–
–
–