বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তৃতীয়বার বিয়েটা কি সেরে ফেললেন? প্রেমিকা গৌরী স্প্র্যাটের Gauri Spratt) সঙ্গে সম্পর্কের কথা আগেই স্বীকার করেছিলেন আমির খান (Aamir Khan)। এবার এক ধাপ এগিয়ে বিষয়টাকে অফিসিয়াল করে ফেলেছেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু বলিউডে (Bollywood)। মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে অতীত ভুলে নতুন করে জীবনের ইনিংস শুরু করেছেন বড়পর্দার ‘র্যাঞ্চো’। কিন্তু এত কিছু ঘটলো কবে? উত্তর দিয়েছেন অভিনেতা নিজেই।

নিজের জন্মদিনের দিন লাস্যময়ী প্রেমিকার সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন আমির। কিরনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর সুপারস্টার নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। অন্তত মাস দু- তিনেক তো এমন গুঞ্জনে সরগরম ছিল হিন্দি বিনোদন জগত। যদিও বলিউড মাধ্যম সূত্রে খবর, ২ বছর আগে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বলিউড তারকা। সেখানেই তিনি জানান বিয়ের কথা। আমির বলেন, “আমরা একসঙ্গে রয়েছি। একে-অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেটা কিন্তু আপনারাও সকলে জানেন।” তাতেও বিষয়টা লিভ ইন না বিয়ে পরিষ্কার না হওয়ায় অভিনেতা নিজেই সবটা খোলসা করেন। তিনি জানান, “আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করে ফেলেছি। এবার কবে সেটা আনুষ্ঠানিকভাবে হবে, আদৌ হবে কিনা সেটা সময়ের উপর নির্ভর করছে। আমাদের সম্পর্কটা এগোনোর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।”

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–