পলাশের সঙ্গে সম্পর্কের সিলমোহর, স্মৃতির জন্মদিনে আদুরে পোস্ট প্রেমিকের 

Date:

Share post:

ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Team) দলের সহঅধিনায়কের জন্মদিনে স্পেশাল পোস্ট করলেন ‘বিশেষ মানুষ’। আর তাতেই ক্রিকেটার স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) সঙ্গে ‘বন্ধু’ বলিউড সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchchal) প্রেমের সম্পর্কে যেন সিলমোহর পড়ে গেল। ২০২০ সাল থেকে স্মৃতি ও পলাশ একে অন্যের সঙ্গে দারুণ মুহূর্ত কাটাচ্ছেন। পাঁচ বছর পর এই প্রথম প্রেমিকের সঙ্গে ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন স্মৃতি। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের (Ind W vs Eng W) দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিন ঘুরে ফিরে চর্চায় ভারতীয় মহিলা ক্রিকেটের বাঁ হাতি তারকার প্রেম কাহিনী।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এই মুহূর্তে ব্রিটিশ মাটিতে নিজের ব্যাটিং ক্যারিশমা দেখাতে তৈরি স্মৃতি। সিরিজের মাঝেই ১৮ জুলাই সতীর্থদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক। তবে তাঁকে চমকে দিয়ে লন্ডনে পৌঁছে যান পলাশ। দুজনে কোয়ালিটি টাইম কাটান বলেও জানা যায়। এখানেই শেষ নয়, শুক্রবারেই সমাজমাধ্যমের একটি বিশেষ পোস্ট নজরে আসে নেটিজেনদের। সমাজমাধ্যমে মান্ধানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পলাশ লেখেন, ‘‘এক দম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’’ লেখার সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। এরপর স্মৃতিও ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানাতেই দুয়ে দুয়ে চার করা শুরু। গত ২২ মে স্মৃতি প্রথম সমাজমাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন ভারতীয় উইমেন টিমের ভাইস ক্যাপ্টেন। তখন থেকে শুরু হওয়া জল্পনায় সিলমোহর পড়ল শুক্রবার। বিশ্বের মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার অবশ্য এখন ব্যস্ত নিজের ফোকাস ঠিক রেখে দলকে জেতাতে। সামনেই বিশ্বকাপ তাই তার আগে সব কটা ম্যাচে নিজের শক্তি আর দুর্বলতা পরীক্ষা করে নিতে চান সাড়ে চার হাজার রানের মাইল ফলক স্পর্শ করা বাঁ হাতি ব্যাটার। স্মৃতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...