সেওয়াগের রেকর্ড ভাঙার হাতছানি ঋষভের সামনে

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামতে চলেছে ভারত। সেখানেই ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে বিরাট রেকর্ডের হাতছানি। কার্যত বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag) রেকর্ড ভাঙারই হাতছানি রয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) সামনে। চতুর্থ টেস্টে যদি আরও তিনটি ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার, তবেই বিরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইতিমধ্যেই চলতি এই টেস্ট জোড়া সেঞ্চুরি করে ফেলেছেন পন্থ। সেইসঙ্গে অর্ধশতরানওএসেছে তাঁর ঝুলিতে। এমনকি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটে এসেছিল সেঞ্চুরির ঝলক। টেস্টের মঞ্চ হলেও ঋষভ পন্থের ব্যাটে সবসময়ই ছিল বড় শটের ঝলক।

ঋষভ পন্থ সবসময়ই বেশ আক্রমণাত্মক মেজাজেই খেলেন। সেই ধারাটা যে তিনি চতুর্থ টেস্টেও ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত ভারতীয় টেস্টে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেওয়াগের। ১০৩ ম্যাচে ৯০টি ছয় হাঁকিয়েছেন তিনি। সেখানেই সেওয়াগের থেকে মাত্র দু ধাপই পিছিয়ে রয়েছেন ঋষভ পন্থ।

এই মুহূর্তে ৪৬ ম্যাচে ৮৮টি ছয় রয়েছে ঋষভ পন্থের। আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। যদিও চোট থাকার জন্য সেখানে ঋষভ পন্থ উইকেট কিপিং করতে পারবেন না বলেই শোনা যাচ্ছে। শুধুমাত্র ব্যাট হাতেই ঋষভ পন্থকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে সকলে।

spot_img

Related articles

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...

দুই ম্যাচে হার, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারবে হরমনপ্রীতরা?

একদিনের বিশ্বকাপে(ICC Women World Cup) পর পর দুই ম্যাচে হার ভারতের(India)। প্রথম দুই ম্যাচে জয় দিয়েই বিশ্বকাপের সূচনা...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...