সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় রাজি হয়েছে অবশেষে কেন্দ্রের সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সেই আলোচনায় অংশ নেওয়ার কথা। তার আগে কেন্দ্রের ‘মুখপাত্র’-এর মতো অপারেশন সিন্দুর ব্যাখ্যা সিডিএস অনিল চৌহানের। শুক্রবার দিল্লিতে একটি ডিফেন্স সেমিনার থেকে সেনাবাহিনীকে বার্তা দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান (Anil Chauhan, CDS)।

দিল্লির সুব্রত পার্কে আয়োজিত হয়েছিল ডিফেন্স সেমিনারটি। সেখান থেকে সিডিএস আরও বলেছেন, ‘ভবিষ্যতের সেনাকর্মীদের যুদ্ধকৌশলের পাশাপাশি তথ্য-প্রযুক্তি ও শিক্ষাতেও সমান দক্ষ হতে হবে।’ ‘শস্ত্র’ বিদ্যার সঙ্গে ‘শাস্ত্রেও’ (জ্ঞান) পারদর্শী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানিয়েছেন, যুদ্ধে কেউ দ্বিতীয় হয় না। সেনাকর্মীদের সবসময় সতর্ক থাকা উচিত। ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা উচিত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam attack) পর অপারেশন সিন্দুররের মাধ্যমে গত ৭ মে প্রত্যাঘাত হানে ভারত। মাটিতে মিশিয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। ইসলামাবাদও পাল্টা হামলা চালায়। তার উপযুক্ত জবাব দেয় ভারত।

আরও পড়ুন: ‘কিছু যুদ্ধজয় জাতির মননে গেঁথে যায়’, কার্গিল বিজয় দিবসে সেনাকে শ্রদ্ধা অভিষেকের

এবারেও সেই প্রমাণ ছাড়াই যে কেন্দ্রের নেতারা সংসদে পহেলগাম হামলা (Pahalgam attack) ও অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে ফাঁকা বুলি দিতে চলেছেন, তার আভাস সিডিএস-এর (Anil Chauhan, CDS) ভাসনে। সেই সঙ্গে দেশের নিরাপত্তা নিয়ে যে প্রতিরক্ষা দফতর কতটা থরহরি কম্প অবস্থায়, তাও স্পষ্ট সেনার শীর্ষকর্তার কথায়।

–

–

–

–

–
–
–
–
–