বানভাসি তিস্তার দোসর ধস: বিচ্ছিন্ন বাংলা সিকিম যোগাযোগ

Date:

Share post:

তিস্তার ভয়াল রূপ গত কয়েকদিন ধরেই সমস্যায় রেখেছে উত্তরের রাজ্যগুলির বাসিন্দাদের। একদিকে তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে কালিম্পং-দার্জিলিংয়ের যোগাযোগ। অন্যদিকে কালিম্পংয়ের (Kalimpong) একাধিক জায়গায় ধস (Land slide) নেমে বন্ধ হয়ে গিয়েছে সিকিমের (Sikkim) সঙ্গে যোগাযোগ। বুধবার সকালেও ধসের জেরে বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার করার প্রক্রিয়া চালাতে থাকে প্রশাসন।

সোমবার থেকেই টানা বৃষ্টি উত্তরের একাধিক জেলায়। তার জেরে মঙ্গলবার থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামা শুরু হয়। বুধবার সকালেও নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কালিম্পং জেলার তারখোলায় একাধিক জায়গায় ধস নামায় কার্যত সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে বাংলা-সিকিমের যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ যানজট তৈরি হয়, বহু মানুষ আটকে পড়েন ঘণ্টার পর ঘণ্টা। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, সড়ক পরিবহন দপ্তর এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

সিকিমের জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ায় বন্ধ বাংলা সিকিম (Sikkim) যোগাযোগ। বিরিক দারাতে অনেক জায়গায় ভূমিধসের (land slide) কারণে রাস্তা পরিষ্কারের কাজ রাত থেকে শুরু হয়েছে। সিকিমে সিংতামের রাস্তায় ফাটল। লাভা হয়ে কালিম্পং ঘুরে যাওয়ার পথ খোলা রয়েছে। পর্যটকরা অধিকাংশ গন্তব্য বদল করে দার্জিলিংয়ের দিকে যাচ্ছেন।

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-নিম্নচাপ- মৌসুমী অক্ষরেখার ত্রিফলা, রাজ্যজুড়ে সারাদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস!

অন্যদিকে তিস্তার জল কমার কোনও লক্ষ্মণ নেই। বুধবার গজলডোবায় তিস্তা (Teesta) ব্যারেজ থেকে ১৭৬২.৫৩ কিউসেক জল ছাড়া। যার ফলে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তায় লাল সতর্কতা জারির পাশাপাশি, জলঢাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

spot_img

Related articles

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...