Thursday, December 4, 2025

ওভালে মরণবাঁচন লড়াইয়ে নেই বুমরাহ! ছিটকে গেলেন স্টোকসও

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হওয়ায়, এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে শেষ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে বিপাকে পড়েছে ইংল্যান্ডও। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুধু তাই নয় জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।

চলতি সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এর আগের ম্যাচগুলোতে কখনও কখনও ভারতীয় টিমকে শক্তিশালী জায়গায় মনে হলেও দিনের শেষে এগিয়ে ব্রিটিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই পঞ্চম টেস্ট ড্র হলেও সিরিজ নিজেদের পকেটে রাখবেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে চোট দিয়ে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল নিয়ে ভালো পারফর্ম করার পর এবার শেষ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের আরও তিন প্লেয়ারের না থাকাটা ভারতকে কতটা অ্যাডভান্টেজ রাখবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। যার প্রধান কারণ হল বুমরাহ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারা। সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। সেই মতো এই ম্যাচে বুমরাহের না খেলার কথা। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন জশপ্রীত সম্পূর্ণ ফিট রয়েছেন। ম্যাঞ্চেস্টারে যেভাবে বোলিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছে সেখানে দাঁড়িয়ে ‘বুম বুম’ ম্যাজিক ছাড়া ভারতের মাঠে নামাটা একটু বেশি ঝুঁকির হয়ে যাবে কিনা তা নিয়েই আলোচনায় ব্যস্ত কোচ ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

 

spot_img

Related articles

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...

বাংলাদেশে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৪.১

বৃহস্পতিবার সকালে কেঁপে উঠলো বাংলাদেশে (Bangladesh earthquake)। উৎপত্তিস্থল ঢাকার অদূরে অবস্থিত নরসিংদী জেলা (Narsinghdi district) । রিখটার স্কেলে...

বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার ২২ জায়গায় বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে NIA-র তল্লাশি

বিহারের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ পাচার করা হচ্ছে এবং এই নিয়ে চলতি বছরের শুরুতে...

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...