ওভালে মরণবাঁচন লড়াইয়ে নেই বুমরাহ! ছিটকে গেলেন স্টোকসও

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হচ্ছে। ম্যাঞ্চেস্টারে ম্যাচ ড্র হওয়ায়, এখনও সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা (Shubman Gill)। ফলে শেষ ম্যাচ ভারতের জন্য মরণবাঁচন লড়াই। কিন্তু সেখানে সম্ভবত জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) পাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে বিপাকে পড়েছে ইংল্যান্ডও। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। শুধু তাই নয় জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।

চলতি সিরিজে নিজেদের দাপট বজায় রেখেছে ইংল্যান্ড। এর আগের ম্যাচগুলোতে কখনও কখনও ভারতীয় টিমকে শক্তিশালী জায়গায় মনে হলেও দিনের শেষে এগিয়ে ব্রিটিশ বাহিনী। খুব স্বাভাবিকভাবেই পঞ্চম টেস্ট ড্র হলেও সিরিজ নিজেদের পকেটে রাখবেন স্টোকসরা। ম্যাঞ্চেস্টারে চোট দিয়ে প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি এবং পরে বল নিয়ে ভালো পারফর্ম করার পর এবার শেষ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের আরও তিন প্লেয়ারের না থাকাটা ভারতকে কতটা অ্যাডভান্টেজ রাখবে সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। যার প্রধান কারণ হল বুমরাহ নির্ভরশীলতা কাটিয়ে উঠতে না পারা। সিরিজের প্রথম থেকেই ঠিক ছিল, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলবেন তারকা পেসার। সেই মতো এই ম্যাচে বুমরাহের না খেলার কথা। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন জশপ্রীত সম্পূর্ণ ফিট রয়েছেন। ম্যাঞ্চেস্টারে যেভাবে বোলিং ব্যর্থতা ভারতকে ডুবিয়েছে সেখানে দাঁড়িয়ে ‘বুম বুম’ ম্যাজিক ছাড়া ভারতের মাঠে নামাটা একটু বেশি ঝুঁকির হয়ে যাবে কিনা তা নিয়েই আলোচনায় ব্যস্ত কোচ ও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট।

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

আরসিবির সঙ্গে চুক্তিতে অনীহা, আইপিএল থেকেও অবসর নেবেন কোহলি!

টেস্ট, টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন। ওডিআইতে অস্ট্রেলিয়াই শেষ সফর কিনা বিরাটের(Virat Kohli) তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।...

ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা, রাহুলের কর্মকাণ্ডে তীব্র বিভ্রান্তি

দিল্লি টেস্টে হার বাঁচানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের সামনে। তৃতীয় দিনের শুরু থেকেই  ভারতীয় বোলারদের আক্রমণে নাজেহাল ক্যারিবিয়ানরা। ইনিংস...

কুলদীপ গড়লেন নয়া রেকর্ড, যশস্বীর কাছে মজার আবদার লারার

কুলদীপ যাদবের(Kuldeep Yadav) স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও...