ছিঃ বিজেপি (BJP) ছিঃ! এরা বলে কী! বলছে কি না, ‘বাংলা’ (Bengali) বলে কোনও ভাষা নেই! কার মুখের কথা? বিজেপির (BJP) আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য (Amit Malviya)! এরপর কি বিজেপিকে বাংলার মাটিতে রেয়াত করা উচিত! এবার সময় এসেছে বাংলার মাটি থেকে বিজেপির নাম ও নিশান মুছে ফেলার। বিজেপি মনে রেখো, বাংলা ভাষার অপমান মানে বাংলা মা’কে অপমান। এর জবাব তোমরা কড়ায়-গণ্ডায় পাবে।

একদিন আগেই দিল্লি পুলিশ (Delhi Police) বঙ্গভবনকে চিঠি লিখেছিল বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ উল্লেখ করে। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহদের (Amit Shah) অঙ্গুলিহেলনে দিল্লি পুলিশের এই নির্লজ্জ আচরণের পর গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বাংলার বিশিষ্টজনেরা। অপমানিত বাংলা দাবি তুলেছিল, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশ ও অমিত শাহদের। কিন্তু তারপরও সম্বিত ফিরল না বাংলাবিরোধী-বাংলাবিদ্বেষী বিজেপির। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন জানালেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে চরম অবমাননাকর মন্তব্য করে তিনি জানিয়ে দিলেন, ‘বাংলা’ বলে কোন ভাষা নেই। প্রবল সংবিধানবিরোধী, দেশবিরোধী মন্তব্য। সংবিধান স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা অন্যতম।

তারপরেও যে ভাষায় বাংলাকে পদে পদে অপমান করা হচ্ছে, তার জন্য কঠোর শাস্তি হওয়া উচিত দেশবিরোধী জাতিবিরোধী বিজেপির (BJP)। এই বাংলাবিরোধীরা বাংলা ও বাংলা ভাষার পরিচয়কে শেষ করতে চায়। তৃণমূল (TMC) দাবি জানিয়েছে, বিজেপি নেতাদের মুখে যে ধরনের বাংলা-বাঙালি বিদ্বেষ এবং বাংলাভাষার প্রতি অপমানজনক মন্তব্য শোনা যাচ্ছে তারপর এই বিজেপিকে ক্ষমা করা উচিত নয়। ক্ষমা করবে না বাংলার মানুষ।

–

–

–

–

–
–

–

–
–
–
–
–