Wednesday, January 14, 2026

অনুসন্ধানী মনই সত্যিকারের শিক্ষার চাবিকাঠি! শিক্ষার্থীদের বার্তা সোনম ওয়াংচুকের

Date:

Share post:

“বাঙালিরা শুধু রিল বানাতে বেরোয় না, তাদের মধ্যে আছে অনুসন্ধিৎসু মন। তাই লাদাখে বাঙালি পর্যটকদের জন্য অপেক্ষা করে মানুষ”— কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন লাদাখের খ্যাতনামা পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি বলেন, “বাঙালি অন্বেষক জাতি। তারা শুধু ঘুরতে যায় না, জানার আগ্রহ নিয়ে যায়। এটা অন্য রাজ্যের অনেক পর্যটকদের মধ্যে দেখা যায় না। সেই কারণেই বাঙালিদের প্রতি লাদাখবাসীদের একটা আলাদা টান রয়েছে।”

তবে শুধু পর্যটন নয়, এদিন শিক্ষার প্রসঙ্গেই মুখর ছিলেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত বাস্তবের ফুংসুক ওয়াংরু। তাঁর মতে, আদর্শ বিদ্যালয়ের জন্য দরকার নেই বাহারি স্কুল ইউনিফর্ম বা চকচকে বিল্ডিং। শিক্ষার মূলে থাকা উচিত তিনটি বিষয়—কৌতূহল, সহানুভূতি এবং অভিজ্ঞতা। তিনি বলেন, যদি কৌতূহল থাকে, তুমি নিজেই শিখে নিতে পারবে। ছোটবেলা থেকে চারপাশে যা দেখবে, তা নিয়ে প্রশ্ন করতে হবে। শ্রেণিকক্ষে বারবার প্রশ্ন করতে হবে। হয়তো সহপাঠীরা শুরুতে হাসবে, কিন্তু শেষ হাসি তোমারই হবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্কুলে আমি এত প্রশ্ন করতাম যে সকলে আমায় ‘ইন্সপেক্টর’ বলত। সেই প্রশ্নের উত্তরগুলোই আজ আমাকে তৈরি করেছে। তিনি আরও জানান, শিশুর কৌতূহলকে দমন করা উচিত নয়। ছোট থেকেই বলা হয়, বেশি প্রশ্ন কোরো না। স্কুলে পিন ড্রপ সাইলেন্স চাই। কিন্তু আদর্শ বিদ্যালয়ে কখনও তা হওয়া উচিত নয়। প্রশ্ন করার মানসিকতা বজায় রাখা যে কত কঠিন, তা স্বীকার করে নিয়েও ওয়াংচুক বলেন, যে শিশু জানার আগ্রহ ধরে রাখে, তার মন চিরসবুজ থাকে। মনের মধ্যে যদি জানার তীব্র তাড়না থাকে, তাহলে আশিতেও মন থাকবে আঠারোর মতো তরুণ। কলকাতার ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেকে উপযুক্ত করে গড়ে তুলো। সাফল্য তখন নিজেই এসে ধরা দেবে।

আরও পড়ুন- বাংলা ভাষা ‘বাংলাদেশি’! প্রতিবাদ জানিয়ে এবার সরব হলেন সঙ্গীতশিল্পী রুপঙ্কর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

spot_img

Related articles

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...