Wednesday, August 13, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির কাজ। সামনেই জন্মাষ্টমী। সেই উপলক্ষে চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে ভক্তদের ঢল নামবে। ভক্তদের যাতাযাতে যাতে কোন সমস্যা না হয় সেই জন্য রাস্তা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে (Narayan Goswami)। সেইমtot এলাকা পরিদর্শন করে রাস্তা মেরামত করার প্রস্তুতি নেন সভাধিপতি। সোমবার থেকে সেই কাজ শুরু হল দেগঙ্গায়। কাজ কেমন হচ্ছে তা পরিদর্শনে যান জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও দেগঙ্গার ব্লক সভাপতি আনিসুর রহমান।

নারায়ণ গোস্বামী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ফোনে নির্দেশ দিয়েছিলেন পূর্ণার্থীদের মন্দিরে যেতে যাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে নজর দিতে। পাশাপাশি রাস্তা সংস্কারের। তাঁর নির্দেশ মতো প্রথমে এলাকা পরিদর্শন করি। সেইমত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয় এদিন থেকে সেইসব রাস্তা মেরামতির কাজ শুরু হল।’ আনিসুর রহমান জানান, জন্মাষ্টমীর কয়েকদিন লক্ষ লক্ষ ভক্তরা চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে জল ঢালতে যান। তারা পায়ে হেঁটে জল ঢালতে আসেন। খারাপ রাস্তায় খালি পায়ে হাঁটতে ভক্তদের কষ্ট হবে, সেকথা ভেবেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছিলেন। আজ থেকে সেই কাজ শুরু হল। কাজে যাতে কোন খামতি না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। রাস্তার কাজ শুরু হওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দুই লোকনাথ মন্দির কতৃপক্ষ।

spot_img

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...