সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

Date:

Share post:

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায় স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যের উন্নয়নে কোনও পদক্ষেপকেই মেনে নিতে পারে না বিরোধীরা। ফলে রাজ্যকেও ওবিসি (OBC) জট কাটাতে বারবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে হয়েছে। তবে সোমবার শুনানি না হওয়ায় সেই মামলা আরও প্রায় একমাস পিছিয়ে গেল। যদিও প্রধান বিচারপতি বি আর গভাই (CJI B R Gavai) সেপ্টেম্বরের পরবর্তী নির্ধারিত দিনেই শুনানির আশ্বাস দেন।

সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের ওবিসি তালিকায় স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। কিন্তু হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে ফের একাধিক পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত সমস্য়া শুরু হয়। সেই কারণেই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি জরুরি ভিত্তিতে হওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সোমবার সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি।

আরও পড়ুন: ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ফলে রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ফের জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয় প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে। মঙ্গলবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তবে সুপ্রিম কোর্টে সূত্রে খবর ১০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার শুনানি হবে। রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বলের আবেদনে জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশ পাস করার পরিবর্তে নতুন নতুন নির্দেশ দিচ্ছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির (CJI B R Gavai) আশ্বাস, পরবর্তী শুনানির দিন কোনওভাবেই এই মামলাকে তালিকা থেকে সরানো যাবে না।

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...