ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায় নিন্দায় সরব গোটা বিশ্ব। এই ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। কংগ্রেস সাংসদের নিন্দায় মুখ খুলেছে ভারতের ইজরায়েল (Israel) দূতাবাস। হামাসকে সমর্থন নিন্দাজনক, বলে দাবি ভারতের ইজরায়েলের রাষ্ট্রদূতের। যদিও এই বিষয়ে ভারতের নীরবতারও সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা।

আল জাজিরার সাংবাদিকের হত্যার ঘটনাকে ‘প্রকৃত সাংবাদিকতার হত্যা’ বলে বর্ণনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রিয়াঙ্কা দাবি করেন, ইজরায়েল ৬০,০০০ মানুষকে মেরেছে। যার মধ্যে ১৮,৪৩০ শিশুর মৃত্যু হয়েছে।

কংগ্রেস সাংসদের এই বক্তব্যেই ক্ষুব্ধ ইজরায়েল দূতাবাস। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেন, নেত্রীর এই ধরনের প্রতারণাই লজ্জাজনক। সেইসঙ্গে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে দাবি করেন, ইজরায়েল ২৫ হাজার হামাস জঙ্গিকে খতম করেছে।

আরও পড়ুন: চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

যদিও সাংবাদিক হত্যা নিয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) যে প্রশ্ন তুলেছেন তার কোনও জবাব দিতে পারেননি ইজরায়েলের (Israel) রাষ্ট্রদূত। এমনকি ভারতীয় ঐক্যের নিরিখে ভারতের রাজনৈতিক নেত্রীকে ইজরায়েলের রাষ্ট্রদূতের আক্রমণে কোনও প্রতিক্রিয়া দিতে পারেনি মোদি সরকারের বিদেশ মন্ত্রকও।

–

–

–

–

–