জন্মাষ্টমী (Janmastami ) উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও Abhishek Banerjee)।

নবান্নর (Nabanna) তরফে আগেই এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকলেও স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা ছিল। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সব সংস্থা ও প্রতিষ্ঠান পূর্ণদিবস ছুটি থাকছে। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস উপলক্ষেও সমাজমাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

“যত মত, তত পথ”
সর্বধর্ম সমন্বয়-এর প্রতিভূ প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2025
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এদিন নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে শুভেচ্ছা পোস্ট করেছেন অভিষেক (Abhishek Banerjee)। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়। এদিন প্রিয় গোপালকে তার পছন্দের তালের বড়া, মালপোয়া নাড়ু, ক্ষীর, মাখন, মিষ্টি দিয়ে পুজো করেন কৃষ্ণ ভক্তরা। অনেক জায়গায় এদিন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম উৎসবও পালিত হয়।

–

–

–

–

–

–

–
