Thursday, January 1, 2026

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে গুলি!

Date:

Share post:

রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও ‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের (Elvish Yadav) বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলিবর্ষণ। এদিন ভোর ৫টা নাগাদ বাইকে করে তিন দুষ্কৃতী এসে কমপক্ষে ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করা হয়েছে। তবে ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না এলভিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুরগাঁও পুলিশ। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলভিস কোনও হুমকি পেয়েছিলেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। বাড়ির গ্রাউন্ড ফ্লোর এবং একতলা লক্ষ্য করে গুলি চালানো হয়। ইউটিউবার দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকেন বেশিরভাগ সময়ে।

ইউটিউবের মাধ্যমে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এলভিস। টেলিভিশনের বেশ পরিচিত মুখ। ‘রোডিস’ এবং ‘লাফটার শেফ’ -এর মতো জনপ্রিয় শোয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যাও অনেক কিন্তু তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কী খ্যাতিই তাঁর জীবনে দুর্গতি ডেকে আনছে? কেনই বা তাঁকে টার্গেট করা হল? এলভিস যাদবের বাড়িতে এই হামলা প্রসঙ্গে পুলিশের তরফে অফিসিয়াল বিবৃতি পাওয়া যায় নি। তদন্তকারীরা জানান সব দিক খতিয়ে দেখা হচ্ছে। যাদব প্রভাবশালী মহলে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। গত বছর তাকে একটি রেভ পার্টি আয়োজনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অভিযোগ সেখানে সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাঁকে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর অধীনে জিজ্ঞাসাবাদও করা হয়। এই ঘটনার সঙ্গে হামলার কোনও যোগসূত্র আছে কিনা সেটাও দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

নতুন শিক্ষাবর্ষে ছুটি কমাল বাংলাদেশ! বাতিল একুশে ফেব্রুয়ারিসহ বহু ছুটি

একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের স্মরণে এই দিনটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। সেই ভাষা দিবসের ছুটিই এবার বাতিল করল...

নতুন বছরেও আইএসএল জট অব্যাহত, বড় সিদ্ধান্ত নিল কেরল ব্লাস্টার্স

নতুন বছরের শুরুতেও আইএসএল (ISL) নিয়ে জট কাটল না। ৩১ শে ডিসেম্বর আইএসএল (ISL) ক্লাবগুলোর কাছে লিগে অংশগ্রহণের...

ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার অভিযুক্ত SI

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনায় গ্রেফতার করা ক্যানিং থানার সাব-ইনস্পেকটর সায়ন ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অধরা...

JDF-র তহবিলের নামে দুর্নীতি! চিঠি লিখে সভাপতির পদ ছাড়লেন অনিকেত

আর জি করের তরুণী-চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের একাংশ গড়ে তুলেছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট (JDF)। কিন্তু ন্যায়বিচারের...