মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) কড়া পদক্ষেপ করল জেলা পুলিশ। তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে খবর। মঙ্গলের সকালেই ASI দেবাশিস কুমার দে-কে (Debasish Kumar Dey) সাসপেন্ড করা হয়েছে বলে খবর মিলেছে।

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

সোমবার সন্ধ্যায় বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন পরিদর্শন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা। সেইসময় চিত্র সাংবাদিকরা ছবি তুলতে গেলে একজনকে টেনে বের করে দেওয়ার অভিযোগ ওঠে অফিসার দেবাশিসের বিরুদ্ধে। তারপর এএসআইয়ের আচরণকে কেন্দ্র করে তীব্র নিন্দা শুরু হয়। সাংবাদিক মহল থেকে শুরু করে নেটিজেনরা সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান। এরপরই পদক্ষেপ পুলিশের। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায় (Arka Banerjee)জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকালেই দেবাশিস কুমার দে-কে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–
–