Sunday, November 16, 2025

আপাতত শাস্তি নয়: বিধানসভায় ‘কুস্তি’ করেও রেহাই ৪ বিজেপি বিধায়কের

Date:

Share post:

বিধানসভা ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত হলেও আপাতত শাস্তি এড়ালেন বিজেপি বিধায়করা। পদ্ম শিবিরের চার বিধায়ক—শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে অধিবেশন চলাকালীন বিধানসভায় ভাঙচুর চালান বিজেপি বিধায়করা। মঙ্গলবার বিধানসভায় (West Bengal assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, মোট দশ জন দোষী প্রমাণিত হলেও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সতর্ক ও সংযত থাকার বার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৩ জুন অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে তীব্র অশান্তি ছড়ায়। বিতর্কের মাঝেই গ্যালারি ও চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিধানসভার প্রধান সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে সদ্য জমা পড়া রিপোর্টে শুধু ওই চারজনই নয়, মোট ১০ জন বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। কমিটির কাছে মোট ২১ জন সাক্ষ্য দিয়েছিলেন।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, ঘটনাটি দুঃখজনক। বিধানসভা গণতন্ত্রের মন্দির, এখানে ভাঙচুর কাম্য নয়। তবে আপাতত আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না। ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছে।

শাস্তি না দেওয়া নিয়ে বিরোধী শিবিরের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির একাংশের দাবি, তৃণমূল ইচ্ছাকৃত ভাবে বিজেপি বিধায়কদের দোষী সাব্যস্ত করেছে। অন্যদিকে শাসকদল তৃণমূলের বক্তব্য, যা ঘটেছে, তা নজিরবিহীন ও নিন্দনীয়। অধ্যক্ষ উদারতা দেখিয়েছেন।

আরও পড়ুন: পরীক্ষা চলাকালীন মাইক! নিয়ন্ত্রণে কড়া রাজ্য সরকার

উল্লেখযোগ্যভাবে, বিধানসভায় আগে বহুবার বিক্ষোভ, ওয়াকআউট বা মাইক্রোফোন ছুঁড়ে দেওয়ার ঘটনা ঘটলেও সরাসরি ভাঙচুরের অভিযোগ তুলনামূলক বিরল। এই প্রথমবার তদন্ত কমিটির রিপোর্টে একসঙ্গে এতজন বিধায়ককে দোষী সাব্যস্ত করা হয়েছে।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...