Saturday, January 10, 2026

পাখির চোখ ডার্বিতে, ইস্টবেঙ্গল রক্ষণকে ভরসা দিতে চান জয় গুপ্তা

Date:

Share post:

ইস্টবেঙ্গল ( East Bengal) দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন আগেই।  অবশেষে জয় গুপ্তার (Jay Gupta)  সঙ্গে চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার লাল হলুদ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জয় গুপ্তার সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হল।

চার বছরের চুক্তিতে জয় গুপ্তার সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। অনুশীলন শুরু করলেও জয়ের চোট ছিল বলে জানা গিয়েছে। ফলে তাঁর সঙ্গে চুক্তি করতে বিলম্ব করছিল লাল হলুদ।

জয় গুপ্তা (Jay Gupta) এফসি গোয়ার হয়ে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন। সেখানে দুটো গোলও রয়েছে তাঁর। লাল-হলুদ জার্সিতে জয় গুপ্তাও এবারও তাঁর সাফল্যের ধারা অব্যহত রাখতে চান জয়। এর আগে ডুরান্ড কাপে তাঁকে মাঠে নামাতে পারেননি । আসন্ন সুপার কাপ এবং আইএসএলে অস্কার ব্রুজোর রণকৌশলে থাকবেন জয়।

গতবারের আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে লাল-হলুদ শিবিরের রক্ষণকে নিয়ে বারবারই প্রশ্ন উঠতে শুরু করেছিল। নতুন মরষশুমের আগে সেই দিকেই সবচেয়ে বেশী নজর দিচ্ছে ইস্টবেঙ্গল।  পারে কিনা সেটাই দেখার।

লাল হলুদে যোগ দিয়ে জয় গুপ্তা বিবৃতিতে বলেছেন, “ইস্টবেঙ্গলের মতো একটি বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমার যোগ্যতার উপর আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুঁজোর প্রতি আমি কৃতজ্ঞ। গত বছর কলকাতায় আমার জাতীয় দলে অভিষেক হয়েছিল, তাই এখানকার বড়  ক্লাবে খেলাটা আমার কাছে বিশেষ।”

আরও পড়ুন:পাক অধিনায়কের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন, বিতর্ক এড়াতে পারলেন না সূর্য

জয় আরও বলেন, “লাল হলুদের হয়ে হয়ে মাঠে নামার জন্য, দলের সাফল্যে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।  ডার্বি মাঠে নামার অভিজ্ঞতা অর্জনের জন্য এবং সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’’

 

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...