Sunday, January 11, 2026

১০ বছরে কমেছে ৩ কিমি! গঙ্গোত্রীর দৈর্ঘ্য নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Date:

Share post:

কমে যাচ্ছে গঙ্গোত্রী হিমবাহর (Gangotri Glacier) দৈর্ঘ্য। ভারতের সবচেয়ে দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদ এবং হাইড্রোলজিস্টরা। বছরে গড়ে ৩০০ মিটার করে কমে যাচ্ছে গঙ্গা নদীর উৎস। অর্থাৎ গত ১০ বছরে গঙ্গার উৎস হিসেবে পরিচিত এই হিমবাহর দৈর্ঘ্য কমেছে কমপক্ষে তিন কিলোমিটার। গঙ্গোত্রী হিমবাহটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত। প্রায় ৩০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। এই হিমবাহ ভাগীরথী নদীর উৎস, যা পরবর্তীতে দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গার জন্ম হয়।

ভূতত্ত্ববিদ এবং হাইড্রোলজিস্টদের মতে, গঙ্গোত্রী হিমবাহর (Gangotri Glacier) দৈর্ঘ্য কমে যাওয়ার সঙ্গে গঙ্গার স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। গঙ্গা নদী যদি অস্তিত্বের সঙ্কটে পড়ে, তবে উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি এবং গঙ্গার জলে পুষ্ট দেশের জনবসতির ৭০ শতাংশের ভবিষ্যৎ নিয়েই টানাটানি পড়বে। বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়াল সিস্টেম।

হিমা‍লয়ের দক্ষিণ ঢালে আবহাওয়া ও ভূপ্রকৃতির বিন্যাসেও বড় পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের তৈরি হাই রেজোলিউশন স্পেশাল প্রসেস ইন হাইড্রোলজি মডেল এই বিষয় নিশ্চিত করেছে। আইআইটি ইন্দোরের গ্লেসিও–হাইড্রো ক্লাইম্যাটিক ল্যাবের গবেষকরা ৪০ বছরের তথ্য সংগ্রহ করে তৈরি করেছেন মডেলটি।

আরও পড়ুন-ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষই: রায় সুপ্রিম কোর্টের

এই হিমবাহটি গঙ্গোত্রী জাতীয় উদ্যানের ভঙ্গুর বাস্তুতন্ত্রকেও সাহায্য করে, যা উচ্চ-সংরক্ষিত অঞ্চল। এটি স্নো লেপার্ড, হিমালয়ের নীল ভেড়া (ভারাল) এবং উত্তরাখণ্ডের পাখি হিমালয়া মোনাল-সহ বিরল প্রজাতির আশ্রয়স্থল।

পরিবেশবিজ্ঞানীরা জানাচ্ছেন, জুন থেকে সেপ্টেম্বর, এর মধ্যে দেশে ৮০ শতাংশ বৃষ্টি হয়। কিন্তু গঙ্গোত্রী এবং অন্য হিমবাহগুলো এত বেশি পরিমাণে গলে যাচ্ছে যে, তার কোনও আগাম হিসেব সম্ভব নয়। সেই কারণে যথেষ্ট চিন্তায় বিজ্ঞানীরা।

হিমবাহের ক্ষয়ক্ষতি কমাতে সরকার National Action Plan on Climate Change এবং National Mission for Sustaining the Himalayan Ecosystem -এর মতো কর্মসূচি শুরু করেছে। তারপরেও এখনও কোনও উন্নতি নেই ক্রমশ কমেই চলেছে গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য।

_

_

_

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...