বিজেপি শূন্য হলে GST-ও শূন্য হবে: তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

কেন্দ্রের নয়া GST হার নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার ডায়মন্ড হারবারের এক বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “৩০৩ থেকে ২৪০ আসনে নেমে এসেছে বিজেপি, তাই জিএসটিও ২৭ থেকে ১৮ শতাংশে নামাতে বাধ্য হয়েছে। বিজেপি শূন্য হলে জিএসটি শূন্য হবে। এর থেকেই পরিষ্কার, বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।”

জিএসটি (GST) ছাড় নিয়ে অভিষেক তোপ দেগে বলেন, “চাপে পড়ে জিএসটি কমিয়েছে। আমি আপনাদের বলছি, আরও কমবে। মানুষের কথা ভাবলে আরও আগে কমাতে পারত। কিন্তু ওরা ভাবছিল, ধর্ম দিয়ে দেশ চালাবে। এখন সে খেলাও বন্ধ। তাই অযোধ্যাতেও হেরেছে।”

জিএসটি-র নয়া হার কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দাবি করেছেন, দেশে ‘সাশ্রয় উৎসবের’ সূচনা হচ্ছে। খোঁচা দিয়ে অভিষেক বলেন, এত দিন কি তা হলে জিএসটি ‘লুট উৎসব’ চলেছে? তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, গত লোকসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ২৪০-এ নেমে গিয়েছে বলেই দেশে জিএসটি কমেছে। অভিষেকের কথায়, “বিজেপি হারলে জিএসটি কমবে। বিজেপি জিতলে জিএসটি বাড়বে।“ মোদি সরকারকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, “কর বাবদ বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছেন? আর কত টাকা দিয়েছেন বাংলাকে?“

গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বলেন, “বিজেপির কোনও দায়িত্ববোধ নেই। নোটবন্দির সময় কী হয়েছে, তা আমরা জানি। পহেলগাঁওয়ের সময় বলেছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এখন তা হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ কী করে খেলল ভারত?“

spot_img

Related articles

হস্টেল থেকে মদ বিক্রি? উত্তপ্ত বর্ধমান মেডিক্যাল কলেজ, অভিযোগ গেল স্বাস্থ্যভবনে

সোশ্যালের অনুষ্ঠানে কলেজের হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় দুই...

‘‘তুমি একা নও’’, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

আর্থিকা দত্ত, জলপাইগুড়িউত্তরের বন্যায় যখন ঘরবাড়ির সঙ্গে ভেসে গিয়েছিল অসংখ্য মানুষের হাসি, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁদের...

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...