অতিভারী বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমায় একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগের ছবিটা ধরা পড়েছে ঠিক সেভাবে সমস্যায় পড়ে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoological Garden) আবাসিকরাও। জল থৈথৈ চিড়িয়াখানায় সুযোগ পাওয়া মাত্রই নিজের জন্য নির্ধারিত ঘর থেকে বেরিয়ে পড়ল কুমির। মঙ্গলে দিনভর হিংস্র জলজ প্রাণীর চিড়িয়াখানা প্রাঙ্গণে জলে ঘোরাঘুরিতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় চিড়িয়াখানার কর্মীদের। কুমির বাগে আনতে হুলুস্থুল কাণ্ড!

বুধবার আলিপুর চিড়িয়াখানার সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠান। আজ বনমন্ত্রী বীরবাহ হাঁসদার (Birbaha Hansda) উপস্থিতিতে সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে মঙ্গলবার কুমির নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছিলেন চিড়িয়াখানার কিপাররা। ভাগ্যিস বৃষ্টি আর জলমগ্ন কলকাতার কারণে দর্শক চিড়িয়াখানামুখী হননি, না হলে হয়তো তাঁদের খাঁচার ভিতরে থেকে দেখতে হতো বাইরে থাকা কুমিরকে। তিলোত্তমার চিড়িয়াখানায় ১৭ -১৯টির মতো কুমির রয়েছে। খবর, অতিপ্রবল বৃষ্টিতে এই বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে জল জমে যায়। একাধিক আবাসিকদের খাঁচায়ও জল ঢুকে বিপত্তি ঘটে। জলমগ্ন কুমিরের খাঁচা সংলগ্ন যে নালা রয়েছে এখানকার জলস্তর বাড়লে তারা নালা দিয়ে বেরিয়ে আসে হিংস্র প্রাণীটি। যেহেতু এখানকার সঙ্গে আদি গঙ্গার যোগ রয়েছে, তাই চিন্তা বাড়ছিল কর্তৃপক্ষের।তবে কর্মীদের তৎপরতায় কুমিরগুলি চিড়িয়াখানার বাইরে যেতে পারেনি। তাদের নিরাপদে নিজেদের খাঁচায় ফেরানো বলে জানা গিয়েছে। কারোর কোনও ক্ষতি হয়নি।

–

–

–

–

–

–

–

–
–