রাজ্যের বিভিন্ন জেলার উন্নয়নমূলক কাজ এবার অন্য রাজ্যের সামনে ‘মডেল’ হিসেবে পেশ করা হবে। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। সেই সূত্রেই রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে চাওয়া হয়েছে বিস্তারিত কাজের রিপোর্ট। এই তথ্য যাচাই করে দিল্লি পাঠানো হবে। মন্ত্রকের মতে, প্রতিটি রাজ্যেরই উন্নয়নের কিছু না কিছু অভিনব দৃষ্টান্ত রয়েছে। সেগুলি যদি অন্য রাজ্য অনুসরণ করে, তবে সর্বভারতীয় পরিসরে উন্নয়ন দ্রুত হবে।

দফতরের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ক্ষেত্রে তুলে ধরা হবে নদীয়ার অভিজ্ঞতা। আয়ের সংস্থান বৃদ্ধিতে দৃষ্টান্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনাকে। স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনার উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে উত্তর ২৪ পরগনা ও মালদহ। দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা জানাবে রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ-সহ পরিকাঠামো গড়ে তোলার খতিয়ান। আর পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় জায়গা পেয়েছে পুরুলিয়া।

মন্ত্রকের দাবি, দেশের নানা প্রান্তে উদ্ভাবনী উদ্যোগে উন্নয়ন ঘটছে। তবে এখনও পিছিয়ে রয়েছে বহু রাজ্য। তাই অগ্রণী রাজ্যগুলির পদক্ষেপকে ‘সেরা চর্চা’ হিসেবে ভাগ করে নেওয়াই মূল উদ্দেশ্য। সব রাজ্যের রিপোর্ট হাতে এলে দিল্লিতে কর্মশালা আয়োজন করে তা পর্যালোচনা ও প্রচার করা হবে।

আরও পড়ুন – ষষ্ঠী থেকে নবমীতে জোড়া ঘূর্ণাবর্ত: পুজোর পাঁচদিন স্বস্তি দেবে বৃষ্টি

_

_

_

_

_

_
_