প্রথমবার নিজেদের দাবির জন্য রাজধানী লেহ শহর কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল লাদাখের যুব সমাজ। আর তাতেই চলেছে গুলি। মৃত্যু হয়েছে তিন আন্দোলনকারীর। লাদাখের মানুষকে শান্তির পথে আন্দোলনে নেতৃত্ব দেওয়া পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk) বা লেহ অ্যাপেক্স বডি (LAB) স্পষ্ট জানিয়েছে, তারা হিংসার পথে আন্দোলনকে সমর্থন করে না। যে হিংসাত্মক পথ আন্দোলনকারীদের থামাতে নিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (MHA), এবার সেই হিংসার ‘অজুহাতে’ লাদাখের পুলিশ (Ladakh police) গ্রেফতার করল সোনম ওয়াংচুকে।

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি হল দুদিন পরে। লেহ শহরে লাদাখ পূর্ণরাজ্য ও ষষ্ঠ তফশিলের দাবিতে আন্দোলনে নামা প্রতিবাদীদের উপর প্রথমে কাঁদানে গ্যাস ও পরে গুলি চালায় লাদাখ পুলিশ ও সেনাবাহিনী। চার শহিদের মৃত্যু ব্যর্থ হবে না বলে দাবি জানিয়েছিল ল্যাব। কংগ্রেসের তরফে লাদাখ লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার কাছে সেই চার মৃত্যুর তদন্ত দাবি করা হয়েছে।

তবে যেদিন লেহ (Leh) শহর উত্তপ্ত হয়েছিল, ততদিনে লাদাখে অহিংস অনশন আন্দোলনের ১৫ দিন পেরিয়ে গিয়েছে। আন্দোলন হিংসার পথে যেতেই অনশন প্রত্যাহার করেছিলেন সোনম ওয়াংচু ও তাঁর অনুগামী সব রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। তা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোনম ওয়াংচুকে ‘হিংসাত্মক বক্তব্য’ পেশের দায়ে আগুন লাগানোয় দায়ী করা হয়। তার প্রমাণ হিসাবে বিজেপির তরফ থেকে সোনম ওয়াংচুর একটি পুরোনো ভিডিও তুলে ধরা হয়। দাবি করা হয়, সোনম আরব স্প্রিং ও নেপালের আন্দোলনের কথা বলে উস্কানি দিয়েছিলেন।

অবশেষে শুক্রবার গ্রেফতার করা হল সোনম ওয়াংচুকে। ঠিক কোন অভিযোগে গ্রেফতার করা হয় তাকে তা স্পষ্ট করেনি পুলিশ। লাদাখ ডিজিপি-র তত্ত্বাবধানে গ্রেফতার করা হয় তাঁকে শুক্রবার।

আরও পড়ুন: গর্ভবতী মহিলাকে পুশব্যাক অবৈধ বলেছে হাইকোর্ট: মোদি সরকারকে নিশানা অভিষেকের

এরপরই প্রতিবাদে সরব ল্যাব। সংগঠনের তরফে দাবি করা হয়, লেহ শহরে এত যুবক জমায়েত করেছিল, তার খবর কেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ছিল না? হিংসা ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যর্থতায়। যুব সম্প্রদায় যে বিক্ষোভ দেখিয়েছে, তা একদিন হওয়ারই ছিল। লাদাখের (Ladakh) কর্মহীন যুব সমাজের রাগ প্রেসারকুকারের মধ্যে চাপা ছিল। এখন সেইদিনের ঘটনা ঘিরে যে এনআইএ (NIA) তদন্তের কথা শোনাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তা লাদাখকে কালিমালিপ্ত করার জন্য।

–

–

–

–