নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

Date:

Share post:

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী করে পুজোর প্যান্জেল হপিং চলছে, তেমনটাই চলতে পারে মহানবমী পর্যন্ত। তবে নবমী থেকে বৃষ্টি বেড়ে শেষে দশমীতে শহর কলকাতা ভাসার সংকেত আলিপুর আবহাওয়া দফতরের।

শুক্রবার থেকেই রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কমেছে। মৌসুমী বায়ু ক্রমশ পিছিয়েছে। তবে তারপরেই শঙ্কা ঘনিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করছে। তার জেরে এই দুই রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে শুরু হয়েছে বৃষ্টি। এছাড়াও শনিবার দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতে পঞ্চমীতেও বৃষ্টির পূর্বাভাস।

ষষ্ঠী ও সপ্তমীতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে। পঞ্চমীতে যেভাবে সকালের পরে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে, অষ্টমী পর্যন্ত সেরকমই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। তবে নবমী থেকে বদলাবে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস:

আরও পড়ুন: জেলা থেকে রাজ্য, পঞ্চমীর প্রাক্কালেই পুজো ক্যানভাসে বাঙালি উন্মাদনার জোয়ার 

নবমী (১/০৯/২০২৫) – বৃষ্টি বাড়বে নদিয়া, দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম। কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। একইভাবে উত্তরের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টি।
দশমী (২/০৯/২০২৫) – দক্ষিণের সব জেলাতেই বাড়বে বৃষ্টি। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নবমীর রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে।
একাদশী (৩/০৯/২০২৫) – দক্ষিণের জেলাগুলিতে কমবে বৃষ্টি। তবে মেঘলা আকাশ থাকবে।

spot_img

Related articles

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে...