Monday, January 12, 2026

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

Date:

Share post:

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে আর কদিনই বা স্থায়ী হয়? তবে ‘কথা’ (Kotha) ধারাবাহিক পরিবার জানাচ্ছে এবার স্থায়ীভাবে শান্তি ফিরতে চলেছে। কারণ পুজোর পরেই শেষ হতে চলেছে প্রবল জনপ্রিয় এই ধারাবাহিক (mega serial)। অগ্নি-কথার সংসারে আর উঁকি দিতে পারবেন না বাঙালি মেগা সিরিয়ালের দর্শকরা।

একে অন্যের প্রতি প্রবল ঘৃণা। সেখানেই লুকিয়ে ছিল প্রেম। বাংলার ট্রেন্ডিং সিরিয়ালের মতোই জোরজবরদস্তির বিয়ের পরেও অন্য সব সিরিয়াল থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘কথা’। সেখানে অনেকটা কার্যকরী ভূমিকা নিয়েছিল গুহ পরিবারের বন্ধন। সেখানে অগ্নি-কথার কেমিস্ট্রির প্রতি যেমন দর্শকের আকর্ষণ বেড়েছিল, তেমনই পরিবারের ভাই-বোনেদের খুনসুটি, ওল্ডিজদের সঙ্গে ওরাংওটাংদের দ্বন্দ্বের প্রতিও দর্শকের প্রবল ভালোবাসা তৈরি হয়েছিল।

মেগা সিরিয়ালে দীর্ঘদিন পরে নতুনভাবে ধরা দিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। ‘কথা’ (Kotha) দীর্ঘ সময় ধরে টিআরপি-র (TRP) শীর্ষে থাকায় যেমন সাহেবের (Saheb Bhattacharjee) একটা বড় ভূমিকা ছিল, তেমনই সমানে টক্কর দিয়েছেন সুস্মিতা (Susmita Dey) । কথা চরিত্রের বুদ্ধিমত্তার সঙ্গে যে সারল্য জুড়ে ছিল, সেখানে সুস্মিতা দর্শকের বিচারে একশোয় একশো। সেই সঙ্গে রব দে, সৌরভ চট্টোপাধ্যায়, অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়কেও এই সিরিয়ালে নতুনভাবে দেখা গিয়েছে। সঙ্গী সিদ্ধার্থ ঘোষ। অভিনয়ের দিক থেকে অনেক বড় সুযোগ পেয়েছেন অলিভিয়া মালাকার, দিয়া মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, রাইমা সেনগুপ্ত ও ভিলেনের চরিত্রে অর্পিতা।

আরও পড়ুন: বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

দর্শকের ভালোবাসায় ইতিমধ্যেই সাড়ে ছশো এপিসোড পার করে ফেলেছে কথা। নতুন করে পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার তৈরি চিত্রা। তবে কী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হেরে যাবে গুহ পরিবার। না কি নিজেকে বদলে পরিবারের একজন সত্যিই হতে পারবে চিত্রা, দেখার জন্যই এখন অপেক্ষা দর্শকদের। আর সেই সমাধান হয়ে গেলেই ৬ অক্টোবর শেষবারের মতো স্টার জলসার পর্দায় দেখা যাবে কথা ধারাবাহিক। ইতিমধ্যেই শনিবার হল শেষ শুটিং। শেষ শুটিংয়ে কেক কেটে উদযাপন হল। সেই সঙ্গে কথা অর্থাৎ সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় করলেন অভিমানী পোস্টও।

spot_img

Related articles

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...

ব্যক্তির থেকে বড় দল! সরকারি উন্নয়ন প্রকল্পের কথা প্রচার করুন: ডিজিটাল কনক্লেভের মঞ্চ থেকে বার্তা অভিষেকের

ব্যক্তির থেকে বড় দল, ছোটখাটো-মাঝারি নেতা তাঁদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। সোমবার...