Sunday, November 16, 2025

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

Date:

Share post:

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে আর কদিনই বা স্থায়ী হয়? তবে ‘কথা’ (Kotha) ধারাবাহিক পরিবার জানাচ্ছে এবার স্থায়ীভাবে শান্তি ফিরতে চলেছে। কারণ পুজোর পরেই শেষ হতে চলেছে প্রবল জনপ্রিয় এই ধারাবাহিক (mega serial)। অগ্নি-কথার সংসারে আর উঁকি দিতে পারবেন না বাঙালি মেগা সিরিয়ালের দর্শকরা।

একে অন্যের প্রতি প্রবল ঘৃণা। সেখানেই লুকিয়ে ছিল প্রেম। বাংলার ট্রেন্ডিং সিরিয়ালের মতোই জোরজবরদস্তির বিয়ের পরেও অন্য সব সিরিয়াল থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘কথা’। সেখানে অনেকটা কার্যকরী ভূমিকা নিয়েছিল গুহ পরিবারের বন্ধন। সেখানে অগ্নি-কথার কেমিস্ট্রির প্রতি যেমন দর্শকের আকর্ষণ বেড়েছিল, তেমনই পরিবারের ভাই-বোনেদের খুনসুটি, ওল্ডিজদের সঙ্গে ওরাংওটাংদের দ্বন্দ্বের প্রতিও দর্শকের প্রবল ভালোবাসা তৈরি হয়েছিল।

মেগা সিরিয়ালে দীর্ঘদিন পরে নতুনভাবে ধরা দিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। ‘কথা’ (Kotha) দীর্ঘ সময় ধরে টিআরপি-র (TRP) শীর্ষে থাকায় যেমন সাহেবের (Saheb Bhattacharjee) একটা বড় ভূমিকা ছিল, তেমনই সমানে টক্কর দিয়েছেন সুস্মিতা (Susmita Dey) । কথা চরিত্রের বুদ্ধিমত্তার সঙ্গে যে সারল্য জুড়ে ছিল, সেখানে সুস্মিতা দর্শকের বিচারে একশোয় একশো। সেই সঙ্গে রব দে, সৌরভ চট্টোপাধ্যায়, অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়কেও এই সিরিয়ালে নতুনভাবে দেখা গিয়েছে। সঙ্গী সিদ্ধার্থ ঘোষ। অভিনয়ের দিক থেকে অনেক বড় সুযোগ পেয়েছেন অলিভিয়া মালাকার, দিয়া মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, রাইমা সেনগুপ্ত ও ভিলেনের চরিত্রে অর্পিতা।

আরও পড়ুন: বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

দর্শকের ভালোবাসায় ইতিমধ্যেই সাড়ে ছশো এপিসোড পার করে ফেলেছে কথা। নতুন করে পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার তৈরি চিত্রা। তবে কী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হেরে যাবে গুহ পরিবার। না কি নিজেকে বদলে পরিবারের একজন সত্যিই হতে পারবে চিত্রা, দেখার জন্যই এখন অপেক্ষা দর্শকদের। আর সেই সমাধান হয়ে গেলেই ৬ অক্টোবর শেষবারের মতো স্টার জলসার পর্দায় দেখা যাবে কথা ধারাবাহিক। ইতিমধ্যেই শনিবার হল শেষ শুটিং। শেষ শুটিংয়ে কেক কেটে উদযাপন হল। সেই সঙ্গে কথা অর্থাৎ সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় করলেন অভিমানী পোস্টও।

spot_img

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...