অষ্টমীর রাত কাটল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই মুষলধারে বর্ষণে ভিজল কলকাতা। দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া বৃষ্টি চলতে থাকে দমকা হাওয়ার সঙ্গে। আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়েছিল, বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুপুর থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে বুধবার বিকেলেই নিম্নচাপে রূপ নেবে। ৩ অক্টোবরের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে। এর সরাসরি প্রভাবেই পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।

দশমীর দিন, বৃহস্পতিবার, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস থাকায় পুজোয় এখনও আকাশের ভ্রুকুটি কাটেনি।

আরও পড়ুন – অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

_

_

_

_

_
_