Monday, December 8, 2025

অজি দলে নেই কামিন্স, ডনের দেশে কাদের সামলাতে হবে বিরাট-রোহিতদের?

Date:

Share post:

চলতি মাসেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে, সেখানে তিনটি করে একদিন ও টি২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হননি। সামনে শীতে অ্যাসেজ সিরিজ আছে। কামিন্সকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিলেন না নির্বাচকরা। কামিন্সের পরিবর্তে একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ।  বিরাট রোহিতদের সামলাতে হবে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জাভিয়ের বার্টলেট, বেন ডুয়ারসুইসকে। অ্যালেক্স ক্যারি খেলবেন না একদিনের সিরিজে। তাঁকে টি২০ সিরিজের দলে রাখা হয়েছে।

গ্লেন ম্যাক্সওয়েলকে টি২০ স্কোয়াডে রাখা হয়নি। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ফলে অভিজ্ঞতার অভাব রয়েছে  অজি দলে। ইতিমধ্যেই এই সিরিজ ঘিরে অস্ট্রেলিয়ায় টিকিটের চাহিদা তুঙ্গে। বিরাট রোহিতের শেষ সফর হতে পারেই বলে জল্পনা।

অস্ট্রেলিয়ার এক দিনের দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কোনোলি, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন:রোহিত-বিরাটের শেষ সফর! ডনের দেশে টিকিটের চাহিদা তুঙ্গে

অস্ট্রেলিয়ার টি২০ দল (প্রথম দুই ম্যাচ): মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...