অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ঘটনায় বিহার থেকে ধৃত প্রোমোটার রাজীব রঞ্জন কুমার (Rajeev Ranjan Kumar)। কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) গোয়েন্দা শাখার হাতে পাকড়াও অভিযুক্ত। ধৃতের দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। জানা গেছে রাজীব বিহারের আসন্ন নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারির বিষয়টি সামনে আসতেই তাঁর রাজনৈতিক যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রোমোটার রাজীবের একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। প্রাক্তন বিচারপতি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানাতেই পুলিশ বিহার থেকে পাকড়াও করে অভিযুক্তকে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে পুলিশ হেফাজতের আবেদন করা হয়। এদিন সল্টলেকের দুটি বাড়িতেও পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। একটি বাড়ি কেনার ব্যাপারে অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে অভিযুক্তের আলাপ হয়েছিল। এরপর নিজের ব্যবসার সমস্যার কথা জানিয়ে রাজীব বেশ কয়েকবার টাকা ধার নেন তাঁর কাছ থেকে। প্রাথমিকভাবে তিনি কিছু বুঝতে না পারলেও পরে প্রতারিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন এই প্রথম নয় এর আগেও বিহারের ভোটে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত। জেলযাত্রাও হয়েছিল। একাধিক ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কীভাবে আসন্ন নির্বাচনে একই রাজনৈতিক দলের টিকিট পেতে যাচ্ছিলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ধৃত প্রোমোটারকে জেরা করতে শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–
–


