প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। এরপরই রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’ বা স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলাশাসককে তিনি এই নির্দেশ দেন।

রাজ্যের সেতুগুলি পূর্ত, সেচ, পুর ও নগরোন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের আওতাধীন। মুখ্যসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিটি দফতরকেই নিজেদের অধীনস্থ সেতুগুলির অবস্থা পরীক্ষা করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ বছর রাজ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। তাই প্রতিটি সেতুর অবস্থা আগে থেকে জানা থাকলে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা সময়মতো নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যেই দুর্গত অঞ্চলে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছে পূর্তদফতর। পাশাপাশি, বাঁধ মেরামতির কাজেও নেমেছে সেচদফতর। এই সব কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। অন্যদিকে, জল নামার পর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তাই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ! বোরখা পরিহিত মহিলাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

_

_

_

_

_

_

_
_