Saturday, December 13, 2025

উত্তরবঙ্গের বন্যা–ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্যের সর্বাত্মক উদ্যোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে জোর ত্রাণ ও পুনর্গঠন কর্মযজ্ঞ

Date:

Share post:

উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধস–পীড়িত জেলাগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তৎপর রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একাধিক দফতরের সমন্বয়ে চলছে যৌথ ত্রাণ ও পুনর্গঠন অভিযান। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেন এবং নির্দেশ দেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রম পূর্ণ উদ্যমে চালিয়ে যেতে হবে। পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার ওপরও বিশেষ জোর দিতে বলেছেন তিনি।

প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে অবিরাম চলছে ত্রাণ কার্যক্রম। অস্থায়ী আশ্রয় শিবির, ত্রাণ রান্নাঘর ও বিতরণ কেন্দ্রের মাধ্যমে দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, পানীয় জল ও স্বাস্থ্যসামগ্রী। গৃহক্ষতির সঠিক মূল্যায়নের জন্য প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়িতে সমীক্ষা চলছে, যেখানে ব্যবহার করা হচ্ছে জিও–ট্যাগ করা ফটো—যার মাধ্যমে স্বচ্ছভাবে গৃহনির্মাণ অনুদান বিতরণ করা হবে। পাশাপাশি বিশেষ আউটরিচ ক্যাম্পের মাধ্যমে নাগরিকদের হারানো নথিপত্র পুনঃপ্রাপ্তিতে সহায়তা করছে প্রশাসন।

যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। কালিম্পং জেলার টোডে–টাংটা গ্রাম পঞ্চায়েতের লোয়ার গোডক এলাকায় ভূমিধসে প্রায় ৭০টি পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রশাসনের তৎপরতায় জরুরি মেরামত ও ব্যারিকেড বসিয়ে সেখানে পুনরায় যোগাযোগ চালু করা হয়েছে। রাজ্যের পূর্ত দফতর প্রধান সড়ক ও সেতুগুলির পরিদর্শনে সিনিয়র ইঞ্জিনিয়ার পাঠিয়েছে, বিশেষত তিস্তা বাজার থেকে কালিম্পং–দার্জিলিং সংযোগকারী এসএইচ–১২ রাস্তার পুনর্গঠন দ্রুততার সঙ্গে চলছে। অনেক এলাকায় অস্থায়ীভাবে যাতায়াত শুরু হয়েছে, স্থায়ী মেরামতের কাজ স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডের আওতায় করা হচ্ছে।

কৃষি দফতরও মাঠে নেমে কাজ করছে। ফসলক্ষতির নিরপেক্ষ মূল্যায়নের পাশাপাশি বাংলা শস্য বীমা প্রকল্পে নতুন নাম নথিভুক্ত করা হচ্ছে, যাতে ক্ষতিপূরণ দ্রুত মেলে। কৃষকদের সহায়তায় ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে প্রায় ২৫ কুইন্টাল সরিষা, ২০০ কুইন্টাল মসুর ও ৬০০ কুইন্টাল ভুট্টার বীজ। সুফল বাংলার ৪৬টি নতুন মোবাইল আউটলেট চালু হওয়ায় দুর্গত এলাকায় সবজি ও প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ বজায় রয়েছে।

প্রাণিসম্পদ উন্নয়ন দফতরও পশুখাদ্য ও ওষুধ বিতরণের পাশাপাশি পশুচিকিৎসা শিবির চালু করেছে, যার মধ্যে কালিম্পং জেলার মোলার বিশেষ শিবির অন্যতম। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, “মানুষের জীবন বাঁচানো, জীবিকা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পুনর্গঠন—এই তিনটি বিষয়ই এখন রাজ্যের অগ্রাধিকার।”
উত্তরবঙ্গের দুর্গত এলাকায় দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে চলছে নিরলস মানবিক প্রচেষ্টা।

আরও পড়ুন- ক্ষতিগ্রস্ত টন্ডু ও বামনডাঙ্গায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি! পাশে দাঁড়াল দুই শতাধিক পরিবারের, পড়ুয়াদের থাতা-কলম বিতরণ

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...

মেসিকে দেখতে না পাওয়ার রাগ: চেয়ার ভেঙে, মাঠে ঢুকে বিশৃঙ্খলা মেসি-ভক্তদের!

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা মেসি-ভক্তদের। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতো ফুটবল প্রেমীদের আচরণে লজ্জা...