Monday, December 8, 2025

ফের ধস উত্তরবঙ্গে, চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

Date:

Share post:

গোটা রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও পাহাড়ে ধস (landslide) নামায় বিপত্তি থেকে এখনও মুক্তি নেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। ১০ নম্বর জাতীয় সড়কের (NH-10) উপর ধস নামায় ফের একবার বন্ধ হতে চলেছে বাংলা-সিকিম লাইফ লাইন (life line)। চারদিন বন্ধ রেখে মেরামতির কাজ করা হবে ১০ নম্বর জাতীয় সড়কে।

সোমবার দুপুর থেকে চার দিনের জন্য বন্ধ রাখা হবে বাংলা-সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে, ২৯ মাইল ও গেইলখোলা এলাকার মাঝে ধস নামে রবিবার। অত্যন্ত ধীরগতিতে সেই এলাকা দিয়ে যান চলাচল অব্যাহত রাখা হয়েছে সোমবার সকাল পর্যন্ত। তবে এই এলাকায় দ্রুত মেরামতি প্রয়োজন। সেই কাজের জন্য সোমবার বেলা ১টা থেকে বন্ধ রাখা হবে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত জাতীয় সড়ক (National Highway) বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি রয়েছে।

আরও পড়ুন: আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

এর ফলে ফের একবার বাংলা ও সিকিমের (Sikkim) সংযোগকারী মূল জাতীয় সড়কে যাতায়াত সমস্যায় পড়বেন সিকিমে যাওয়া পর্যটকরা। এর ফলে ফের শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটকের (Gangtok) যাতায়াতের জন্য সেবক-লাভা-রংপো-গ্যাংটক ও শিলিগুড়ি-রংপো-গ্যাংটক – এই দুই রুটে যাতায়াত করতে হবে পর্যটকদের।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...