ফের মাঝ আকাশে বিমানে বিপত্তি। ত্রিপুরার আগরতলা (Agartala In Tripura) থেকে কলকাতাগামী (Kolkata) ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান উড়ানের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে জরুরী পদক্ষেপ নেয় পাইলট। নিরাপত্তার স্বার্থে জরুরি অবতরণ করানো হয় আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে, যখন বিমানটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। উড়ানের কিছুক্ষণ পরেই বিমানের বাম দিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয় বলে সূত্রের খবর। ইন্ডিগো জানিয়েছে, পাখির ধাক্কার পর কোনও ঝুঁকি না নিয়েই বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা। বিমানে থাকা সমস্ত যাত্রী ও ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণ পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে। আরও পড়ুনঃ বাইক থেকে ছাত্রীকে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে ‘শ্রীঘরে’ যুবক

ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। যদিও দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন ককপিটে থাকা পাইলট এবং কেবিন ক্রু সদস্যরা। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বিকল্প বিমানের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হবে।

–

–

–

–

–

–
