কালিপুজো একরাতের হলেও ভক্তি আর জাঁকজমকে খামতি থাকে না কলকাতার পুজোয় (Kalipooja in Kolkata)। সব বারের মতো এবারেও শহরের কালীপুজোয় শোভা পাচ্ছে সোনার গয়না, রূপোর অলংকারে সাজানো মাতৃ-প্রতিমা। আর সেই কারণেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের ৪৮টি কালীপুজো মণ্ডপে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশবাহিনী। তিন শিফটে চালানো হচ্ছে কড়া নজরদারি। নিরাপত্তায় রয়েছে রাইফেলধারী কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টররাও।
পুলিশ সূত্রে খবর, যেসব মণ্ডপে লক্ষাধিক টাকার গয়না ব্যবহৃত হয়েছে, মূলত সেগুলোকেই ‘হাই রিস্ক’ তালিকায় রাখা হয়েছে। সেই মতো প্রতিটি মণ্ডপে তিন শিফটে দুই জন করে কনস্টেবল এবং এক জন আধিকারিক মোতায়েন রয়েছেন।

কলকাতা শহরের উত্তর, দক্ষিণ, পূর্ব, মধ্য এবং শহরতলি মিলিয়ে মোট ছয়টি জোনে ভাগ করে নির্দিষ্ট মণ্ডপগুলোকে চিহ্নিত করা হয়েছে। উত্তর কলকাতায় সবচেয়ে বেশি, ১৯টি মণ্ডপে বসানো হয়েছে সশস্ত্র পুলিশ। দক্ষিণে ৮টি, মধ্য কলকাতায় ৭টি, পূর্বে ৫টি, দক্ষিণ-পূর্বে ৫টি এবং শহরতলিতে ৩টি মণ্ডপে নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা নিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “প্রতিমার অলংকারের আর্থিক মূল্য অনেক। সেই কারণে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা।” আরও পড়ুন: চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

অন্যদিকে, পুজো উদ্যোক্তাদের দাবি, সোনার গয়না মণ্ডপে প্রদর্শনের ঐতিহ্য বহুদিনের। তবে এবার ভিড় ও গয়নার মূল্য বিচার করে প্রশাসনকে আগেভাগেই জানানো হয়েছে। পুলিশের সহযোগিতায় তারা স্বস্তিতে। উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে:
উত্তর কলকাতায় চিৎপুর, কাশীপুর, বড়তলা, সিঁথি, আমহার্স্ট স্ট্রিট, টালা ও শ্যামপুকুর-জোড়াবাগান
দক্ষিণ কলকাতার আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ
মধ্য কলকাতায় মুচিপাড়া, তালতলা, পোস্তা ও গিরিশ পার্কে সাতটি মণ্ডপে বিশেষ পাহারা থাকবে- এদের মধ্যে তালতলায় তিনটি মণ্ডপ
পূর্ব কলকাতার ট্যাংরা ও এন্টালির পাঁচটি মণ্ডপ। এছাড়াও যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে থাকবে পুলিশি সুরক্ষা।

আনন্দের উৎসবে যাতে কোনও অস্বস্তি না তৈরি হয়, তার জন্যই পুলিশের এই বিশেষ নজরদারি। কলকাতার পুজোর ইতিহাসে এমন সশস্ত্র নিরাপত্তা আগে খুব বেশি দেখা যায়নি, তবে সময়ের দাবি মেনেই এ বছর তৈরি পুলিশ প্রশাসন।

–

–

–

–
