কথনও বিক্ষোভ প্রতিবাদ ঠেকাতে, কখনওবা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে, সীমান্তে সেনাবাহিনীর মতো প্রতিটি শহর গ্রামে নাগরিক নিরাপত্তায় সর্বদা সজাগ রাজ্য পুলিশ বাহিনী (West Bengal police)। আইন শৃঙ্খলা রক্ষায় আহত বা নিহত হওয়ার ঘটনাও কম নেই। উৎসবমুখর বাঙালি যখন শান্তিতে আনন্দ উপভোগ করেন, তখন তাঁরা থাকেন অতন্দ্র প্রহরীর মতো। পুলিশ বাহিনীর শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের দিনে (Police Commemoration Day) রেড রোডে স্মরণ করা হল সেই শহিদ (martyr) পুলিশ কর্মীদের। উপস্থিত থাকলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)।

পুলিশ শহিদ শ্রদ্ধাজ্ঞাপন দিনটি রেড রোডে (Red Road) অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে (Police Memorial) শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হল। কর্তব্যপালনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিনে। পুলিশ কমিশনার মনোজ ভার্মার পাশাপাশি শীর্ষ পুলিশ আধিকারিকরা শ্রদ্ধাজ্ঞাপন করেন স্মৃতিস্তম্ভে। সেই সঙ্গে তুলে ধরা হয় শহিদ পুলিশ কর্মীদের বীরত্বের কাহিনী।

আরও পড়ুন: আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী: লড়াকু সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বাংলার পাশাপাশি দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীতে শহিদ পুলিশ কর্মীদের নাম উল্লেখ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এনডিআরএফ (NDRF) কর্মীদের প্রতিও। কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিবেশন করা হয় পুলিশ ব্যান্ডের বিশেষ বাদ্য। নীরবতা পালনের মধ্যে দিয়ে শেষ হয় শ্রদ্ধাজ্ঞাপন।

Observance of Police Commemoration Day
Police Commemoration Day was solemnly observed today at the Police Memorial on Red Road to honour the valiant police personnel who made the supreme sacrifice in the line of duty.
Shri Manoj Kumar Verma, IPS, Commissioner of Police,… pic.twitter.com/roGterVAJw
— Kolkata Police (@KolkataPolice) October 21, 2025
–

–

–

–

–
