দুর্গাপুজোয় বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই ঠাকুর দেখেছে বঙ্গবাসী। কালীপূজায় প্রকৃতি যেন উদার। রোদ ঝলমলে আকাশ। বাতাসে আর্দ্রতার (humidity) পরিমান একলাফে কমে যাওয়া – সবেতেই মিলেছে স্বস্তি। আপাতত বৃহস্পতিবার ভাইফোঁটা পর্যন্ত পরিবেশ এমনই থাকবে, বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে (Bay of Bengal) আন্দামানের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা মঙ্গলবার নিম্নচাপে (depression) পরিণত হবে। তবে সেই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে বাংলায় এর প্রভাব তেমন থাকবে না। যদিও শুক্রবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার (weather) কিছু পরিবর্তনের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে শুক্রবারের পর পশ্চিমের জেলাগুলি – দুই মেদিনীপুর, ঝাড়গ্রামসহ দুই চব্বিশ পরগনা মাঝারি বৃষ্টির সম্মুখীন হবে। সঙ্গে থাকবে মেঘলা আকাশ (cloudy sky)। দক্ষিণের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশের পূর্বাভাস শুক্র ও শনিবার।

আরও পড়ুন: সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

যদিও উত্তরবঙ্গের পরিবেশ থাকবে শুষ্ক ও শীতল। ভোরের দিকে কুয়াশার (fog) প্রভাব ধীরে ধীরে বাড়বে। দক্ষিণের জেলাগুলিতেও ভোরের দিকে ধোঁয়াশার (smog) সমস্যা থাকার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

–

–

–

–

–