সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে কোনও বিতর্ক চাইছে না লাল হলুদ ক্লাব।

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে করে ক্লাব কর্তারা জানিয়ে দিলেন তারা হেড কোচ অস্কারের পাশেই আছেন। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” যে যখন কোচ থাকে তার নেতৃত্বে টিম হয় তার নেতৃত্বে দল খেলে। এটা অতীতে হয়েছে আগামীতে হবে। এখন নেতৃত্বে একজনই । তিনি অস্কার। এখানে আর কোনও নেতৃত্ব নেই। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা ঘটেছে তা নিয়ে আলোচনা হচ্ছে।

সন্দীপের পাশে যে এখন ক্লাব নেই সেই কথাও কার্যত স্পষ্ট করে দিলেন ক্লাবের শীর্ষ কর্তা। তিনি বলেন, “আমরা অস্কারের পাশে আছি। আমাকে সন্দীপ ফোন করেছিল আমরা বলেছি সুপার কাপের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটাই বলেছি। সন্দীপ ক্লাবকে চিঠি দিয়ে কিছু জানায়নি। আমরা প্রাক্তন ফুটবলারদের বলব তারা যেন ক্লাবকে বলে সমস্যার কথা মিডিয়াতে না বলে।”

সন্দীপের নিয়োগ ক্লাব করেছিল বলে শোনা গিয়েছিল। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন,” আমরা আলোচনার মাধ্যমে সন্দীপকে নিয়েছিলাম কোচ ইন্টারভিউ সন্দীপকে নিয়েছিল।

এটা পেশাদার দুনিয়া, এই বিতর্ক আপনাতে সমাপ্ত হয়ে যাবে। ইনভেস্টর এখন প্রতিষ্ঠান গুলোয় চালায় তাতে কিছু সমস্যা থাকে। সেটা ধীরে ধীরে সমাপ্তি হবে। নতুন গোলকিপার কোচের কোনও নাম এখন আমাদের কাছে আসেনি।”

এদিকে সুপার কাপে মোহনবাগানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন লাল হলুদের শীর্ষ কর্তা। দেবব্রত দাবি করেন, ”

দলের মধ্যে কোনও সমস্যা নেই।।আমাদের অনুশীল লনের মাঠ পাচ্ছি না।মোহনবাগান মেন মাঠে খেলছে। আমরা অন্য মাঠে। এটা বিমাতৃসুলভ এটা আমরা ফেডারেশনকে জানিয়েছি। ”

আপাতত সন্দীপ ইস্যু ঠান্ডা ঘরে পাঠাল লাল হলুদ। সুপার কাপ জিতলে বিষয়টি এমনি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ফলাফল খারাপ হলে বিতর্ক আরও তীব্র হবে।

আরও পড়ুন – বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের

_
_