Thursday, December 18, 2025

মহারাষ্ট্রে হাতে চিরকুট লিখে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক: পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরব বঙ্গ বিজেপি!

Date:

Share post:

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে(Lady Doctor)। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ (Rape) ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। মহারাষ্ট্রের (Maharastra) সাতারার একটি জেলা হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের হাতের তালুতে সুইসাইড নোটে পুরো অভিযোগ লিখেছেন বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার রাতে ফালতানের একটি হোটেলের ঘরে নির্যাতিতার ঝুলন্ত দেহ পাওয়া যায়। মহারাষ্ট্রের ওই সরকারি চিকিৎসক পুলিশের (Police) দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু  বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বাংলার বিরুদ্ধে অভিযোগ তোলা বঙ্গ BJP নেতৃত্বের।

ওই চিরকুট (Suicide Note) থেকে জানা যায়, গত পাঁচ মাসের মধ্যে এক পুলিশ সাব-ইন্সপেক্টর তাঁকে চারবার ধর্ষণ করেছেন। ফালতান সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ওই চিকিৎসক এসআই গোপাল বাদনের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। পুলিশের ক্রমাগত হয়রানির কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলেও উল্লেখ করেছেন। হাতের তালুতে থাকা চিরকুটের পাশাপাশি, ১৯ অক্টোবর ফালতানের সাব-ডিভিশনাল অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে (DSP) লেখা একটি চিঠিতেও একই অভিযোগ তুলেছেন বলে সূত্রের খবর। আত্মহননের হুঁশিয়ারি দিয়েছিলেন ওই চিকিৎসক।

বাংলার কোনও একটি ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। আর তাদের ক্ষমতায় থাকা মহারাষ্ট্রে (Maharastra) এক সরকারি চিকিৎসক পুলিশের দ্বারা বারবার ধর্ষিতা হয়ে, অভিযোগ জানিয়েও সুরাহা পাননি। শেষে সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ। কিন্তু  বিষয় নিয়ে কোনও প্রতিবাদ বা মন্তব্য নেই বঙ্গ বিজেপি শিবিরের।

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...