রাজপুরে অটোচালকের সঙ্গে বচসায় আক্রান্ত এক কাস্টমস অফিসার (Central Custom Officer)। ঘটনাটি ঘটেছে রবিবার রাজপুর স্টেশন সংলগ্ন আবাসনে। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

সূত্রের খবর, রবিবার অফিস শেষে নিজের গাড়িতে ফ্ল্যাটে ফিরছিলেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার। সেই সময় একটি অটো তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রথমে সামান্য বচসা হলেও কিছুক্ষণের মধ্যেই তা মারাত্মক আকার নেয়। প্রদীপবাবুর অভিযোগ, অটোচালক কয়েকজনকে ডেকে নিয়ে আসে, এবং পরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল তাঁদের আবাসনে চড়াও হয়। অভিযুক্তরা লোহার গ্রিল ও গেট ভেঙে ফ্ল্যাটে ঢুকে হামলা চালায়। এতে গুরুতর আহত হন প্রদীপ কুমার। হামলাকারীরা তাঁর স্ত্রীকেও ধাক্কা দেয় বলে অভিযোগ। আরও পড়ুন : পুলিশ পিটিয়ে এক রাতেই জামিন! বিজেপির ত্রিপুরায় রক্ষকের নিরাপত্তায় প্রশ্ন

ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্ত অটোচালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম আজেদ আলি, সুরজ আলি, অলোক মণ্ডল এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

–

–

–

–

–

–
–


