ফের যোগীরাজ্যে (BJP Ruled state Uttar Pradesh) দলিত কিশোরকে পিটিয়ে খুন! গ্রেটার নয়ডার রাবুপুরায় অনিকেত জাটবের(১৭) মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৫ অক্টোবর রাতে, অনিকেতের জন্মদিনে একদল ব্যক্তি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
১৫ অক্টোবর বুধবার অনিকেত জন্মদিনের কেক কাটছিল। কিন্তু তখনই একদল ‘উঁচুজাতে’র লোক এসে অনিকেতের উপর হামলা করে। তাঁদের বলতে শোনা যায় “তেরা আউকাত কেয়া হ্যায়?” অনিকেতের কাকা সুমিত জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। জন্মদিনের দিন তাঁরা এসে অনিকেতকে বেধড়ক মারধর করে।
পুলিশ জানায়, অনিকেত ও তার কাকা সুমিত কুমারকে মীনা সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি লাঠি ও রড দিয়ে প্রচণ্ড মারধর করে। ঘটনার ৪দিন পরে ১৯ অক্টোবর দু’জন অভিযুক্ত যুবরাজ মীনা ও জিতু মীনাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার, পুলিশ আরও দুইজন রাচিত ও অঙ্কিতকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে আগে বিরোধ ছিল, তবে তার কারণ এখনও জানা যায়নি। আরও পড়ুন: ছত্তিশগড়ে বড় সাফল্য মাও-দমনে, আত্মসমর্পণ ২১ মাওবাদীর
এদিকে, স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং শুক্রবার সকালে অনিকেতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। তবে বারবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্য দলিত নিপীড়ন, ধর্ষণ নতুন ঘটনা নয়। তাই মুখ্যমন্ত্রীর ন্যায়বিচারের আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তার উপর প্রশ্ন তুলছেন বিরোধীরা।

–

–

–

–

–

–



