দেশের ৫৩তম প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত

Date:

Share post:

দেশের ৫৩তম প্রধান বিচারপতি(CJI) হতে চলেছেন সূর্য কান্ত(Surya Kant )। এই মুহূর্তে তিনি সুপ্রিম কোর্টের( Supreme Court of India) সবচেয়ে প্রবীণ বিচারপতি। ‌সোমবার বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই সরকারের কাছে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।

আগামী ২৩ নভেম্বর অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি। ‌২৪ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সূর্য কান্ত। হরিয়ানা থেকে তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। ‌গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম চেয়ে চিঠি পাঠালে আজ সোমবার এই বিষয়ে প্রধান বিচারপতি এজ্লাসে জানিয়ে দেন তিনি ইতিমধ্যে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন।  ভারতে বহুদিন ধরেই প্রধান বিচারপতির সুপারিশ মেনে উত্তরসূরি নির্বাচন প্রথা চলছে।

বিচারপতি সূর্য কান্ত মাস ছয়েক আগে লোকসভা ও বিধানসভায় পাস হওয়া বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়ে রায় দেন। ‌বিচারপতি সূর্য‌ কান্তের ডিভিশন বেঞ্চের ওই রায় ঘিরে চর্চা ছিল তুঙ্গে। রাষ্ট্রপতির অফিস থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ১৫টি প্রশ্ন পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে দেশের সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে কোনও নির্দেশ আদৌ দিতে পারে কিনা‌। এখন এটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। কিছুটা ক্ষুব্ধ হলেও আগামী ২৩ নভেম্বর রাষ্ট্রপতি নতুন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

প্রসঙ্গত, বিচারপতি সূর্যকান্ত একাধিক সাংবিধানিক বিষয়ে যুগান্তকারী রায় দিয়েছেন। সোমবার প্রধান বিচারপতি গাভাই সূর্য কান্তের‌ নাম মনোনয়ন এর পর তাঁর ভূয়সী প্রশংসা করেন। বিচারপতি সূর্য কান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন খুব কম বয়সে। ৩৮ বছর বয়সে তিনি হরিয়ানার এডভোকেট জেনারেল হন এবং ৪২ বছর বয়সে হাইকোর্টের বিচারপতি হন। ২০১৮ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। বিচারপতি সূর্য কান্ত আগামী মাসের‌ ২৩ তারিখ থেকে ২০২৭-এর ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে চলেছেন।

 

spot_img

Related articles

স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে...

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...