ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শহরের একটি নামী বেসরকারি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

চেম্বার সূত্রে খবর, এবারের বর্ষপূর্তি উদযাপনের মূল বিষয় ‘বিকশিত ভারত’। অনুষ্ঠানে দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পক্ষেত্রের বিস্তার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত’ দৃষ্টিভঙ্গি ও তার বাস্তবায়নের পরিকল্পনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে।

ভারত চেম্বার অফ কমার্স পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শিল্প-বাণিজ্য সংস্থা, যা দীর্ঘদিন ধরে রাজ্যের শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানকে সংস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। চেম্বারের এক আধিকারিক বলেন, “লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে তাঁর অংশগ্রহণ।”

সূত্রের খবর, সোমবার দুপুরে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওম বিড়লা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত বৈঠকের পরই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। চেম্বারের বর্ষপূর্তি উপলক্ষে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিল্প মহলে জোর চর্চা — এক শতাব্দীরও বেশি সময় ধরে পূর্ব ভারতের বাণিজ্য উন্নয়নে ভারত চেম্বারের ভূমিকা আগামী দিনে নতুন দিশা দেখাতে পারে।

আরও পড়ুন – শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

_

_

_

_

_
_


