Sunday, December 21, 2025

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

Date:

Share post:

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শহরের একটি নামী বেসরকারি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

চেম্বার সূত্রে খবর, এবারের বর্ষপূর্তি উদযাপনের মূল বিষয় ‘বিকশিত ভারত’। অনুষ্ঠানে দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পক্ষেত্রের বিস্তার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত’ দৃষ্টিভঙ্গি ও তার বাস্তবায়নের পরিকল্পনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে।

ভারত চেম্বার অফ কমার্স পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শিল্প-বাণিজ্য সংস্থা, যা দীর্ঘদিন ধরে রাজ্যের শিল্প ও বাণিজ্যক্ষেত্রে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানকে সংস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। চেম্বারের এক আধিকারিক বলেন, “লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। এই ঐতিহাসিক মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে তাঁর অংশগ্রহণ।”

সূত্রের খবর, সোমবার দুপুরে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ওম বিড়লা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত বৈঠকের পরই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। চেম্বারের বর্ষপূর্তি উপলক্ষে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শিল্প মহলে জোর চর্চা — এক শতাব্দীরও বেশি সময় ধরে পূর্ব ভারতের বাণিজ্য উন্নয়নে ভারত চেম্বারের ভূমিকা আগামী দিনে নতুন দিশা দেখাতে পারে।

আরও পড়ুন – শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...