Monday, November 10, 2025

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BHA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

Date:

Share post:

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে না কলকাতার তিন প্রধান। যদিও ভারতীয় দলের তারকারা তাদের অফিস দলের হয়ে খেলবেন।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী তথা BHA সভাপতি সুজিত বসু। দুই জন বেটন কাপের ট্রফির উদ্বোধন করেন। শনিবার বেটন কাপের সূচনা অনুষ্ঠানে থাকবেন লিয়েন্ডার পেজ, গুরবক্স সিং। বিনামূল্যে দেখা যাবে এই ম্যাচগুলো, সব ম্যাচ দেখানো হবে SSEN অ্যাপে। যুবভারতীর পাশাপাশি ডুমুরজলা স্টেডিয়ামেও খেলা গুলো হবে।জয়ী দল ১০ লক্ষ্য পাবে, রানার্স আপ পাবে ৫ লক্ষ। কিছু দিনের মধ্যে মহিলা লিগ হবে।

BHA সভাপতি সুজিত বসু বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। এই স্টেডিয়ামে আগামী দিনে মাইলস্টোন হবে। ভালো প্লেয়ার হতে হলে এখন ভালো টার্ফ এর প্রয়োজন আছে। এবার বেটন কাপ কিছুটা পরে হচ্ছে। তিন প্রধান দল নেই। কিন্তু তাদের প্লেয়াররা আছে। বাংলার কয়েকটি দল খেলবে এবার।

অরূপ বিশ্বাস বলেন, আমরা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করেছি এটা বাংলার গর্ব। বাংলায় দুটো টার্ফ এর মাঠ হল। আমার দৃঢ় বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় দলে আবার বাংলা থেকে প্লেয়ার পাঠাতে পারব। ভবিষ্যতে আরও একটা হকি অ্যাকাডেমী তৈরি করার পরিকল্পনা আছে। আগামী কয়েকদিনের মধ্যেই তিন প্রধানকে নিয়ে আমরা বসব। আগামী বছর যাতে কলকাতার তিন বড় দল খেলে সেই ব্যবস্থা করা হবে।

একইসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান মাঠ বাদ দিয়েই হকি প্রতিযোগিতা হবে।হকির জন্য আর প্রয়োজন হবে না তিন প্রধানের মাঠের। জেলা থেকে শহরের মাঠে ফিরবে কলকাতা লিগের খেলা। পাশাপাশি কলকাতা লিগে ফিক্সিং ইস্যুতে তিনিব বলেন, রাজ্য সরকারের উদ্যোগেই ম্যাচ গড়াপেটায় সক্রিয় হয়েছে পুলিশ

১০০ বছর হল ভারতীয় হকি ফেডারেশন । এই উপলক্ষ্যে বিশেষ ভিডিও দেখানো হয়। আগামী ১৬ নভেম্বর বেটন কাপের ফাইনালের দিন জুনিয়র হকি বিশ্বকাপের ট্রফি উন্মোচন হবে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে.

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...