Wednesday, January 14, 2026

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও। বিহার নির্বাচনের (Bihar Assembly Election) ফল প্রকাশের আগে তাই সতর্ক নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার বিহার নির্বাচনের ফল (election result) ঘোষণা। রাজ্যজুড়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct) লাগু থাকার ঘোষণা করল কমিশন। ফলে ১৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও হবে না কোনও বিজয় মিছিল (victory march)।

চলতি নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের মহিলারা। সব রেকর্ড ভেঙে ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে সামগ্রিক ভোট পড়েছে (poll percentage) ৬৭.১৩ শতাংশ। তার মধ্যে মহিলা ভোটারের (female voter) সংখ্যা ছাপিয়ে গিয়েছে পুরুষ ভোটারদের (male voter), যা বাস্তবে দুই দফার ভোটে প্রতিটি নির্বাচন কেন্দ্রেই দেখা গিয়েছিল। পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ।

১১ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই (exit poll) এগিয়ে রাখা হয়েছে এনডিএ (NDA) জোটকে। যদিও মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট। তাঁদের দাবি, সব সমীক্ষা উল্টে যাবে ফলাফল প্রকাশের সময়। শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা, তখনই স্পষ্ট হয়ে যাবে বিহারের জনগণের রায়।

আরও পড়ুন: দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

তবে তার আগে সতর্ক নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না, ঘোষণা করা হয়।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...