জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও। বিহার নির্বাচনের (Bihar Assembly Election) ফল প্রকাশের আগে তাই সতর্ক নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার বিহার নির্বাচনের ফল (election result) ঘোষণা। রাজ্যজুড়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct) লাগু থাকার ঘোষণা করল কমিশন। ফলে ১৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও হবে না কোনও বিজয় মিছিল (victory march)।

চলতি নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের মহিলারা। সব রেকর্ড ভেঙে ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে সামগ্রিক ভোট পড়েছে (poll percentage) ৬৭.১৩ শতাংশ। তার মধ্যে মহিলা ভোটারের (female voter) সংখ্যা ছাপিয়ে গিয়েছে পুরুষ ভোটারদের (male voter), যা বাস্তবে দুই দফার ভোটে প্রতিটি নির্বাচন কেন্দ্রেই দেখা গিয়েছিল। পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ।

১১ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই (exit poll) এগিয়ে রাখা হয়েছে এনডিএ (NDA) জোটকে। যদিও মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট। তাঁদের দাবি, সব সমীক্ষা উল্টে যাবে ফলাফল প্রকাশের সময়। শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা, তখনই স্পষ্ট হয়ে যাবে বিহারের জনগণের রায়।

আরও পড়ুন: দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

তবে তার আগে সতর্ক নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না, ঘোষণা করা হয়।

spot_img

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...