Friday, January 9, 2026

স্কুল থেকে বাড়ি ফেরা হল না! উলুবেড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পুলকার, মৃত ৩ পড়ুয়া

Date:

Share post:

প্রতিদিন যে সময়ে স্কুল থেকে বাড়ি ফেরে পড়ুয়ারা, সেরকমই অপেক্ষা করছিল তাদের পরিবার। কিন্তু সোমবার বাড়ি ফিরল না উলুবেড়িয়া (Uluberia) বহিরার তিন খুদে পড়ুয়া। বাড়িতে এসে পৌঁছল তাদের মৃত্যু সংবাদ। মর্মান্তিক পুলকার (pull car) দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল তিন খুদের। কোনওক্রমে বাঁচল পুলকারের বাকি দুই পড়ুয়া।

সোমবার দুপুর ৩.৩০ নাগাদ উলুবেড়িয়ার জগদীশপুরের একটি বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়াকে নিয়ে বহিরা এলাকায় যাচ্ছিল একটি বেসরকারি পুলকার। বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা  শ্মশানতলার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে (pond) পড়ে যায় পুলকারটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতি বেশি থাকাতেই (over speeding) এই দুর্ঘটনা। গাড়ি পুকুরে পড়তেই গাড়ির চালক কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়।

সেই সময়েই স্থানীয় বাসিন্দারা খুদে পড়ুয়াদের উদ্ধারে হাত লাগায়। দুই খুদে গাড়ির জানলা দিয়ে কোনওক্রমে বেরিয়ে আসে। বাকি দুই ছাত্র ও এক ছাত্রী বেরোতে পারেনি। স্থানীয় বাসিন্দারা গাড়িটি তুলে কোনওক্রমে তাদের বের করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে (Medical College) নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া। বাড়ি ফেরার পথে সন্তানদের হারানোর শোকে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে সন্তানহারা পরিবারগুলি। ফেরার গাড়ি চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে পুলকারটি নিয়ম মেনে চলত কি না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের দায়িত্বও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...