বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর পলাশের একের পর এক কীর্তি ফাঁস হয়েছে। ফলে তাদের বিয়ে আদৌও হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। যদিও পলাশ মুচ্ছলের মা অমিতা আশাবাদী জটিলতার অবসান ঘটবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুই জনে।
গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের(Palash muchhal-Smriti Mandhana)। কিন্ত সেই দিন সকালেই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পরায় বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। এরপর স্মৃতির বাবা এবং পলাশ দুই জনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।কিন্তু তাদের বিয়ে কবে হবে সেই বিষয়ে পাত্র-পাত্রী মুখ খোলেননি।

অবশেষে নীরবতা ভঙ্গ করলেন পলাশের মা অনিতা। বিয়ের দিনে অনভিপ্রেত কাণ্ডের জেরে উভয়েই যে কষ্টে আছেন মানছেন পলাশের মা। স্মৃতির হবু শাশুড়ি জানিয়েছেন, “স্মৃতি আর পলাশ দু’জনেই প্রচণ্ড কষ্টে রয়েছে। পলাশ তো স্বপ্ন দেখত, স্মৃতিকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে। আমারও পরিকল্পনা ছিল, ঘটা করে নতুন বউকে ঘরে তুলব। তবে সব কিছু ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে।”

মন ভেঙেছে স্মৃতির। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের কেবিসি ১৭-র একটি বিশেষ পর্ব হওয়ার কথা ছিল। সেখানে হরমনপ্রীত, রিচা, শেফালি ভর্মা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, কোচ অমোল মুজুমদারের সঙ্গে থাকার কথা ছিল সহ অধিনায়ক স্মৃতিরও। কিন্তু বিগত কয়েকদিনে স্মৃতির জীবনে ঝড় বয়ে গিয়েছে। বাবার অসুস্থতার জন্য বিয়ে আপাতত স্থগিত রেখেছেন স্মৃতি।

–

–

–

–



