চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে প্রচারের আড়ালে রেখেছিলেন বলিউডের সুপারহিট জুটি। তবে এবার প্রকাশ্যে আনলেন শিশু কন্যার ঝলক। ইন্সটাগ্রামে দেখা গেছে মোজা পরা ছোট্ট দুটি পা যা ধরে আছেন বাবা ও মা, মিষ্টি এই পোষ্টের ক্যাপশনে নিজেদের সন্তানের নামও জানিয়ে দিয়েছেন বলিউড দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারা নিজেদের নামের অক্ষরের মিল বজায় রেখে মেয়ের নাম রেখেছেন ‘সরায়াহ মালহোত্রা’ (Saraayah Malhotra)।


‘শেরশাহ’ জুটির তরফে তাঁদের প্রিয় মুহূর্তের ছবি পোস্ট হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বাদ যাইনি বলিউডও। করণ জোহর, বরুণ ধাওয়ান, সঞ্জয় কাপুর এবং মনীশ মালহোত্রারা কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দুই বছরের মাথায়, চলতি বছরের ১৬ জুলাই কন্যা সন্তানের জন্ম হয়। তারপর থেকেই মেয়ের নাম ঘিরে জল্পনা বাড়ছিল। শুক্রবার সবটা স্পষ্ট করে দিলেন তারকা দম্পতি।

–

–

–

–

–

–

–

–

