Thursday, January 29, 2026

গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলীয় সভায় দলীয় কর্মীর মুখে গরম চা ছুড়লেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার দলের সভার মাঝেই বিজেপি (BJP) কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ উঠল দলের এক প্রাক্তন জেলা  সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার। দলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী।

শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৬ নম্বর মণ্ডলের একটি বৈঠক চলছিল। নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির কার্যালয়ে এই বৈছক চলাকালীন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বিজেপি (BJP) কর্মীদের একাংশের তীব্র বাদানুবান শুরু হয়। তর্কবিতর্ক থেকে ধাক্কাধাক্কি, তারপর বিতর্ক থেমেও যায়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার বৈঠক ছেড়ে বেরিয়েও যান। তারপরই ঘটে ওই গরম চা  ছুঁড়ে দেওয়ার ঘটনা। বিজেপির আরেক প্রাক্তন জেলা সভাপতি বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে (Sanjiv Sen) লক্ষ্য করে গরম চা ছুঁড়ে দেন বলে অভিযোগ। গরম চা তাঁর ডান চোখে পড়ে। এই ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয় বিজেপির কার্যালয়ে। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত বিজেপি কর্মী মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে।
আরও খবররাজ্যকে না জানিয়েই আজ থেকে বদলে গেল রাজভবনের নাম!

ডায়মন্ডহারবার (Diamond Harbour) সাংগঠনিক জেলার সরিষায় সম্প্রতি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নেয়। তারপর ওই জেলারই মহেশতলায় প্রকাশ্যে এল কোন্দল। এবার একেবারে তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর গরম চা ছোড়াছুড়ি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা।

spot_img

Related articles

সাহস মানে কী? বিদায়ী ভাষণে ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব

“সাহস মানে কখনই গুলি চালানো নয়, মানুষ মারা নয়, সৎ সাহস রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা”। বুধবার,...

হুগলির পোলবায় এসআইআর আতঙ্কে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও ১। হিয়ারিং আতঙ্কে পোলবার রাজহাটে (Rajhat, Polba) শেখ ইসমাইল নামে ৭০ বছরের এক...

ক্রিকেট থেকে অবসর নিয়ে ফিরে পান মানসিক শান্তি! বিস্ফোরক যুবরাজ

ক্রিকেটকে বিদায় জানানোর প্রায় সাত বছর পর অবসর নেওয়ার কারণ প্রথমবার প্রকাশ্যে আনলেন যুবরাজ সিং(Yuvraj Singh) । বিশ্বকাপজয়ী...

SIR শুনানিতে ডাক মেহতাবকে, কমিশনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলার

SIR শুনানিতে ডাক মেহতাব হোসেনকে(Mehtab Hossain)। মায়ের নামের বিষয়ে ত্রুটি থাকায় প্রাক্তন ভারতীয় ফুটবলারকে তলব কমিশনের। আগামী ১...