সোশ্যাল মিডিয়ায় কার কী পোস্ট। তার উপর এবার নজরদারি চালাবে মার্কিন প্রশাসন। তারপরেই মিলবে মার্কিন ভিসা (US visa)। সেভাবে এবার আটকে গেল বহু ভারতীয় নাগরিকের (Indian) আমেরিকার ভিসা। যার মধ্যে বহু পড়ুয়াও রয়েছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) তরফে এমন বিবৃতি জারি করার পরে ভারতীয় বিদেশ মন্ত্রকও (MEA) এবার ভারতীয় নাগরিকদের ভিসা পাওয়ার ব্যপারে হস্তক্ষেপ শুরু করল।
মার্কিন নাগরিকদের উপর হামলা চালাতে পারে, বা নিরাপত্তায় আঘাত হানতে পারে – এমন আশঙ্কা কোনও মানুষের উপর থাকলে তাঁদের ভিসা দেবে না আমেরিকা। তাই নজরদারি চালানো হবে ভিসা আবেদনকারীর (visa applicant) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর আমেরিকায় বাতিল (cancellation) হয়েছে ৮৫ হাজার ভিসা। তার মধ্যে ৮ হাজার রয়েছে পড়ুয়াদের ভিসা, জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন : আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

এরপরই আমেরিকার ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে ভারতীয় পড়ুয়া ও বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয়, কোনও ব্যক্তির ভিসার অ্যাপয়েন্টমেন্টের দিন পুণর্নির্ধারিত হলে তা বাদ যাওয়ারই সামিল। তাই যাঁদের ক্ষেত্রে এমন হয়েছে তাঁরা যেন অ্যাপয়েন্টমেন্টে (appointment) না যান। দূতাবাসে যোগাযোগ করেন। ভারতীয় এইচ ওয়ান বি ভিসার (H1B Visa) ক্ষেত্রে কত ভিসা বাতিল হয়েছে তা এখনও জানানো হয়নি মার্কিন প্রশাসনের তরফে। ফলে এনআরআই-দের উপরই নির্ভর করছে দূতাবাস।

–

–

–

–

–

–


