Saturday, December 13, 2025

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

Date:

Share post:

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষকে কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ যেতে দেবেন না, প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর গোটা মতুয়া সমাজ রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাঙ্ক (vote bank) বাঁচাতে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে নির্বাচনের আগে, এসআইআর (SIR) শুরুর পরে প্রথম সভা তিনি এবার মতুয়া এলাকাতেই করতে চলেছেন।

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা নদিয়ার (Nadia) রানাঘাটে। শীতকালীন অধিবেশন শেষ হলেই বিজেপি বাংলায় জোর কদমে ভোট প্রচার শুরু করছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আরও সাতটি জনসভা হবে নরেন্দ্র মোদির (Narendra Modi)। তার মধ্যে প্রথমটি হবে রানাঘাটে (Ranaghat)। প্রস্তুতি তুঙ্গে, ইতিমধ্যেই তাহেরপুরে নির্ধারিত মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ভোটার তালিকায় (voter list) নাম না থাকলে ধর্না দেওয়ারও বার্তা দিয়েছেন। স্বভাবতই এই বার্তার পরে মতুয়া এলাকাগুলিতে আরও বেশি আশঙ্কাজনক বিজেপির পরিস্থিতি। নদিয়ার রানাঘাটও এখন মতুয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ নিরসনে রানাঘাটকে বেছে নিয়েছে বিজেপি।

আরও পড়ুন : বিজেপি চিঠি দিলেই ভোটার তালিকা থেকে নাম বাদ! কমিশনকে তোপ মমতার

রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) জানিয়েছেন, ২০ তারিখ তাহেরপুরে (Taherpur) প্রধানমন্ত্রী আসছেন। জনসভার পাশাপাশি কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও হবে। ২০ ডিসেম্বর রানাঘাটের তাহেরপুরে মোদির জনসভা শুধু একটি প্রচার সভা নয়, বরং মতুয়া-মন জয় এবং ভোটার তালিকার সংশোধন পর্বে তাঁদের আস্থা ফিরিয়ে আনার কৌশল।

spot_img

Related articles

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...

বিধানসভা ভোটের আগে সমন্বয় বৈঠক, কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল শুক্রবার। কলকাতার উইলিয়ামসন মেগর...

লোক আদালত: সাধারণ মানুষের কণ্ঠস্বর, প্রত্যেকের জন্য সময়োচিত সমাধান-সহায়তার সুব্যবস্থা

লোক আদালত বন্ধুত্বপূর্ণ ও ঘরোয়া মঞ্চ- যেখানে বিরোধ বিবাদের মাধ্যমে নয় বরং সহমতের ভিত্তিতে সমাধান করা হয়। ভারতজুড়ে...

উদ্যোক্তাদেরই কোর্টেই বল ঠেলল এআইএফএফ-আইএফএ, যুবভারতীতে আইএসএল নিয়ে সংশয়!

ফুটবলের মক্কায় নজিরবিহীন বিশৃঙ্খলা। মেসি(Messi) ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা। ঘটনার পরই ফেডারেশন, আইএফএ-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে দায় ঠেলা...