Monday, December 15, 2025

অ্যাশেজের লড়াই ভুলে এক সুর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের, মানবিক আবেদন কামিন্সের

Date:

Share post:

অস্ট্রেলিয়ায় চলছে অ্যাশেজ সিরিজ। তারই মধ্যে সিডনিতে ইহুদিদের হানুক্কা উৎসবের প্রথম রাত উদযাপনে বন্দুকবাজদের হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত অন্তত ৪০। মাঠের লড়াই ভুলে এই মর্মান্তিক ঘটনায়  যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দেশের কঠিন সময়ে মহৎ উদ্যোগ নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স( Pat Cummins)।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যে বিবৃতি দিয়েছে তাতে লেখা, “বন্ডি সমুদ্রসৈকতে(Bondi Beach) যে মর্মান্তিক ভয়ঙ্কর হত্যালীলা চলেছে তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আতঙ্কিত। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। কঠিন সময়ে ইহুদি সম্প্রদায় ও অস্ট্রেলিয়ার জনগণের পাশে আমরা রয়েছি।”

কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স( Pat Cummins)। আহতদের সাহায্যের জন্য রক্তদানের আবেদন করলেন কামিন্স।  অজি অধিনায়ক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সকলে যেন রক্তদান করেন। সেই রক্ত ব্যবহৃত হবে জঙ্গি হামলায় জখমদের চিকিৎসায়।

বুধবার থেকে অ্যাডিলেডে শুরু হবে তৃতীয় টেস্ট। এই ঘটনার পর অ্যাডিলেডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মাঠে ঢোকার সময় বেশ কয়েক বার তল্লাশি করা হবে দর্শকদের। কালো আর্মব্যান্ড পরে খেলবেন ক্রিকেটাররা। টেস্ট চলাকালীন অ্যাডিলেডে দু’দেশের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন অস্ট্রেলিয়ার সিডনির বন্ডিতে ঘটে যাওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন। অ্যাশেজে ধারাভাষ্য দেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় থাকা ভন জানান, তিনি ও তাঁর পরিবার হামলার স্থান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি রেস্তোরাঁর ভেতরে শৌচাগারের দরজা লক করে দেন। ভন লেখেন, “এতটা কাছে ছিলাম যে গুলির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। আতঙ্ক কাটছে না।”

spot_img

Related articles

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের...

যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

কলকাতায় মেসির ইভেন্টে চরম বিশৃঙ্খলার ঘটনার ঘটে। তার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগরের পুলিশ নয় এবার থেকে...